• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    জেলা পুলিশের উদ্যোগে তাপদহে পথচারীদের মাজে শরবত, স্যালাইন ওবোতলজাত পানি বিতরণ

      প্রতিনিধি ৬ জুন ২০২৩ , ৮:০৪:২২ প্রিন্ট সংস্করণ

    মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

    চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহের কারনে গরম থেকে সামান্ন তৃপ্তি দিতে জেলা পুলিশের উদ্যোগে গরমে অতিষ্ঠ পথচারীদের জেলা পুলিশ সুপার নিজ হাতে নিজ দায়িত্বে লেবুর শরবত পান করালেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টা হতে চুয়াডাঙ্গা জেলা পুলিশ আব্দুল্লাহ্ আল-মামুন চুয়াডাঙ্গার বিভিন্ন পয়েন্টে উপস্থিত হয়ে তীব্র গরমে অতিষ্ঠ পথচারী সর্বসাধারণকে কিছুটা স্বস্তি দিতে লেবুর শরবত পানের ব্যবস্থা করান। এসময় পুলিশ সুপার সকলকে তীব্র গরমে সুস্থ থাকতে নিয়মিত ভাবে প্রচুর পানি, খাবার স্যালাইন ও লেবুর শরবত পান করার পরামর্শ দেন।তিনি আরও বলেন, জেলা পুলিশের আয়োজনে তীব্র তাপদাহে লেবুর শরবত, খাবার স্যালাইন ও বোতলজাত বিশুদ্ধ খাবার পানি পথচারীদের খাওয়ানোর এ ব্যবস্থা চলমান থাকবে।

    উল্লেখ্য, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় কর্কটক্রান্তি রেখা অতিক্রম এবং ভূপ্রকৃতিসহ ৬টি কারণে গরমের তীব্রতা বেশি। ভৌগলিকভাবে এখানে গ্রীষ্মে যেমন তীব্র গরম আর শীতকালে প্রচণ্ড ঠান্ডা অনুভূত হয়।
    উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন আরও চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাব্বুর রহমান কাজল,অফিসার ইনচার্জ, ডিআইও-১ ডিএসবি মোঃ আলমগীর কবীর, গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ , মোহাম্মদ আবদুল আলীম সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।

    আরও খবর

    Sponsered content