• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    লোহাগড়ার কুমড়ি পূর্ব শত্রুতার জেরে গ্রামপুলিশকে কুপিয়ে হত্যা

      প্রতিনিধি ২৯ মে ২০২৩ , ৫:৩৪:০৬ প্রিন্ট সংস্করণ

    মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার:

    নড়াইলের লোহাগড়ায় দুর্বৃত্তের হামলায় গ্রাম পুলিশ বকুল শেখ (৪৫) নিহত হয়েছে। রোববার (২৮ মে) রাত সাড়ে ৮ টার দিকে লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি পূর্ব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বকুল শেখ কুমড়ি পূর্ব পাড়ার গ্রামের মৃত বদির শেখের ছেলে। সে দিঘলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃনাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও নিহতের পারিবার সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে কুমড়ি পূর্ব পাড়া রেজ্জাকের চায়ের দোকান থেকে বাড়ি ফিরছিলেন বকুল। পথে গোলাপ শেখের বাড়ির কাছে পৌঁছালে ১০-১২ জন দুর্বৃত্তকারীরা দেশীয় ধারাল অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথাড়ি ভাবে বকুল শেখ কে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে চলে যায়।

    পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ছেলে রাকিব শেখ সাংবাদিকদের বলেন, আমার বাবাকে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

    এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা পুলিশ সুপার সাদিরা খাতুন, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ দোলন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নড়াইল জেলার পুলিশ সুপার সাদিরা খাতুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং হত্যার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। দ্রুত হত্যার রহস্য উদঘাটন করে হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে।

    এদিকে নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, গ্রাম পুলিশ বকুল শেখ আমাদেরই একজন সদস্য হিসেবে কাজ করতেন এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ধরতে প্রশাসন অভিযানে আছেন।

    সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে তাৎক্ষণিক ২৫ হাজার টাকা দাফন বাবদ দিয়েছি। আমরা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারটিকে সার্বিক সহযোগিতা প্রদান করব।

     

    আরও খবর

    Sponsered content