• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    মানিকছড়িতে যায়যায়দিন পত্রিকার ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

      প্রতিনিধি ৬ জুন ২০২৩ , ৩:০৫:১৩ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-

    খাগড়াছড়ির মানিকছড়িতে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দেশের পাঠক নন্দিত ও বহুল প্রচারিত জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। ৬ জুন-২০২৩ মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় মানিকছড়ি প্রেসক্লাব হল কক্ষে যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. রবিউল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও কেট কাটা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল করিম।

    উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আ. লীগের যুগ্ন সাধারণ সম্পাদক, মো. বাহার মিয়া, মানিকছড়ি উপজেলা যুবলীগ সভাপতি, মো. সামায়উন ফরাজী সামু, মানিকছড়ি প্রেসক্লাব সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক, চিংওয়ামং মারমা মিন্টু, যায়যায়দিনের রামগড় প্রতিনিধি মো. মোজাম্মেল হোসাইন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি, ডা. অমর কান্তি দত্ত, উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক, মো. রমজান আলী, আইডিএফের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, মো. রুবেল হোসেন, উপজেলা মডেল মসজিদের ইমাম, মাওলানা আহমদুল হক ও এম. জুলফিকার আলী ভূট্টো প্রমূখ।

    এ ছাড়া উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মো. শাহ আলম, মো. মনির হোসেন ও সাংবাদিক মো. ইসমাইল হোসেন।

    আলোচনায় বক্তারা বলেন, সব শ্রেণী-পেশার মানুষের মুখপত্র হিসেবে দায়িত্ব পালন করছে যায়যায়দিন। পাঠক নন্দিত দৈনিক যায়যায়দিন পত্রিকা জন্মলগ্ন থেকে দল মতের উর্ধ্বে সত্য ও ন্যায়ের পক্ষে গণ মানুষের কন্ঠস্বর হিসেবে সংবাদ পরিবেশন করে চলেছে সেই দায়িত্ববোধ থেকে প্রকাশনা শুরুর পর থেকে দৈনিক যায়যায়দিন সমাজের অসঙ্গতির কথা সাহসিকতার সাথে তুলে ধরছে। শুরু থেকে এখন পর্যন্ত পত্রিকাটি ক্ষুরধার লেখনি অব্যাহত রেখেছে। সবাই যায়যায়দিনের সফলতা কামনা করেন।

    এ সময় উপস্থিত সকলেই পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। আলোচনা সভা শেষে দৈনিক যায়যায়দিন পত্রিকাটির ১৮ তম বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়।

    আরও খবর

    Sponsered content