• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    গোবিন্দগঞ্জে মুদির দোকানদারের স্ত্রীকে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ

      প্রতিনিধি ১৮ মে ২০২৩ , ৪:১৭:৩৪ প্রিন্ট সংস্করণ

    মোস্তাকিম রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বন্ধ মুদি দোকান খুলে মালামাল বিক্রি না করায় জেরে মুদি দোকানদারের স্ত্রীকে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। বুধবার (১৭ মে) আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের চৌহুতপুর এলাকায় এঘটনাটি ঘটে। এঘটনায় ভুক্তভোগী মুদি দোকানদার ইব্রাহিম আকন্দ বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৬ মে) আনুমানিক রাত্রি ১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের চৌহুতপুর গ্রামের মৃত ফুল মিয়া আকন্দের ছেলে ইব্রাহিম আকন্দের বসতবাড়ি সংলগ্ন মুদি দোকান সে বন্ধ করে। এরপরে অভিযুক্ত জিহাদ মিয়া মুদি দোকান বন্ধ করার পরপরই দোকান খুলে তারপছন্দমত মালামাল দিতে বলে। এতে মুদি দোকানদার বন্ধ দোকান খুলতে রাজি না হওয়ায় পরের দিন সন্ধ্যা ৭টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে মুদি দোকানের সামনে এসে বিভিন্ন রকম অকথ্য ভাষায় গালি-গালাজ করতে থাকে।

    এতে মুদি দোকানদারের স্ত্রী সাহেদা বেগম কথা বলতে বিরত থাকার কথা বললে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক মারপিট শুরু করে, তাহার পড়নের কাপড় টানা হেচড়া করে শ্লীলতাহানি ঘটনায়, তাহারা তার গলায় থাকা সোনার চেন এবং মুদি দোকানের ক্যাশ রাখা নগদ টাকা ছিনিয়ে নেয়। হামলার শিকার

    ভুক্তভোগীদের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে আহত অবস্থায় তাদের উদ্ধার করে পাশ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করায়। এবিষয়ে ভুক্তভোগী মুদি দোকানদার ইব্রাহিম জানান, অভিযুক্তরা পূর্ব পরিকল্পিতভাবে আমার স্ত্রীকে বেধড়ক মারপিট, শ্লীলতাহানি, সোনার চেন ও দোকানের ক্যাশে রাখা টাকা চুরি করে নিয়ে গিছে। আমি এই ঘটনাটির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আহবান জানান।

    এবিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন জানান, সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

    আরও খবর

    Sponsered content