• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    রাজস্থলীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩ এর শুভ উদ্বোধন

      প্রতিনিধি ৭ জুন ২০২৩ , ১:০২:৫৬ প্রিন্ট সংস্করণ

    মিন্টু কান্তি নাথ রাজস্থলী:

    রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ জুন ) রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলাঅং মারমা এর উপস্থাপনায় উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশের সভাপতিত্বে পুষ্টি সপ্তাহ উদ্বোধন করেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা। এসময় তিনি বলেন, একটি জাতি গঠনের জন্য পুষ্টির কোন বিকল্প নাই। এজন্য আমরা খাদ্য গ্রহনের সময় খাদ্যের পুষ্টিমান এর দিকেও লক্ষ্য রাখবো। নিজেও এবিষয়টি জানবো এবং অন্যদেরকেও জানানোর চেষ্টা করবো। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন- রাজস্থলী কলেজের অধ্যক্ষ উপানন্দ দাশ, থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারমান রবার্ট ত্রিপুরা, সাংবাদিক আজগর আলী খান, কৃষি কর্মকর্তা মো, আবুল খাযের সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা ও কর্মচারী জিও এনজিও বৃন্দ।
    উল্লেখ্য, ৭ জুন থেকে ১৩ জুন পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন করা হবে। সূচনা প্রোগ্রাম ও উপজেলা স্বাস্থ্য বিভাগ সমন্বয় করে মাঠ পর্যায়ে পুষ্টি সপ্তাহ উদযাপন করবেন।
    উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন সুস্থ সবল জাতি গঠনে পুষ্টিকর খাবারের কোন বিকল্প নেই। অপুষ্টি একটি জাতীয় সমস্যা। তা সমাধানের পথ খুঁজে বের করা সকলের দায়িত্ব। সঠিক পুষ্টিতে সুস্থ জীবন, খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবতে হবে।কিশোর-কিশোরী ও গর্ভবতী মহিলাদের জন্য পুষ্টিকর খাবার অত্যন্ত প্রয়োজন। নতুবা জন্মের পর শিশু অপুষ্টিতে ভুগে বিকলাঙ্গসহ নানা রোগে আক্রান্ত হতে পারে। জন্মের সাথে সাথে শিশুকে প্রথম মায়ের বুকের শাল দুধ দিতে হবে। প্রথম ৬ মাস মায়ের দুধ ছাড়া শিশুর মুখে মধু, মিষ্টি ও চিনিসহ অন্য কোন বিকল্প খাবার দেয়া যাবেনা। এর পর ২ বছর পর্যন্ত মায়ের দুধের পাশাপাশি নিরাপদ, সুষম ও ঘরে রান্নাকরা পুষ্টিকর খাবার দিতে হবে। তাহলে শিশু ভবিষ্যতে সুস্থ ও মেধাবী হবে।

     

    আরও খবর

    Sponsered content