• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    শাহজাদপুরে নেপিয়া ঘাস থেকে শিশুর মরদেহ উদ্ধার

      প্রতিনিধি ৩ আগস্ট ২০২৩ , ২:১১:০১ প্রিন্ট সংস্করণ

    মোঃ মাসুম হোসেন অন্তু (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

    সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের মারজান গ্রামে ফাতেমা খাতুন নামে ৬ বছরের শিশুর গলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ব্যাপারে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি বিরাজ করছে। বুধবার (২ আগষ্ট) বিকেলে উপজেলার গালা ইউনিয়নের মারজান গ্রামের নেপিয়া ঘাসের জমিতে শিশুর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেন। নিহত শিশু ফাতেমা খাতুন উক্ত গ্রামের দিনমজুর সোবাহান আলীর মেয়ে। এলাকাবাসী ও সোবাহানের স্ত্রী ফাতেমা খাতুন এর মা জানান, গত রোববার সকালে আখ কেটে দেয়ার কথা বলে বাড়ির পাশের গ্রআবেদ আলীর ‘বখাটে’ ছেলে নজরুল ইসলাম তার মেয়েকে ডেকে নিয়ে যায়। এর পর থেকে সে নিখোঁজ। নিহত ফাতেমার মা আরো জানান, নজরুলকে অনেকবার অনুরোধ করেছি তার মেয়ের সন্ধান দিতে কিন্তু সে তার মেয়ের সন্ধান দেয়নি। লাশের সন্ধান পাওয়ার পর থেকে বখাটে নজরুল ইসলামও পলাতক রয়েছে।

    লাশের সন্ধান পাওয়ার পূর্বেই বুধবার দুপুরে এ ঘটনায় শিশুর বাবা সোবাহান আলী নজরুলকে সন্দেহজনক আসামি করে শাহজাদপুর থানায় নিখোঁজ ডায়রি করেন।

    এদিন বিকেলে বাড়ির পাশে একটি নেপিয়ার ঘাসের জমিতে শিশুর একটি পা পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ শিশুর ক্ষতবিক্ষত দেহাবশেষ উদ্ধার করে। পরে মৃতের পরিবার শিশুটিকে শনাক্ত করে।

    এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই শিশুকে ডেকে নিয়ে হত্যার পর তার মরদেহ নেপিয়ার ঘাসের জমিতে ফেলে পালিয়ে যায়, পরে মরদেহটি পঁচে গেছে। মরদেহটি উদ্ধার করে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদক হাতে পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। তিনি আরো বলেন, হত্যার কারণ অনুসন্ধান করে হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য শাহজাদপুর থানা পুলিশ জোর প্রচেষ্টা চালাচ্ছে।

    আরও খবর

    Sponsered content