• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    সরাইলে দেওয়ান মাহবুব আলীর ৫২ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

      প্রতিনিধি ৭ জুন ২০২৩ , ১০:২৭:৫৯ প্রিন্ট সংস্করণ

    ব্রাহ্মাণবাড়িয়া জেলা প্রতিনিধ:

    ব্রাহ্মাণবাড়িয়ার সরাইলে দেওয়ান মাহবুব আলী (কুতুব মিয়া) -এর ৫২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে নাগরিক স্মরণসভা ও ম্যুরাল এর উদ্বোধন করা হয়েছে। তিনি সরাইল উপজেলার সদর ইউনিয়নের দেওয়ান বাড়ির সন্তান।
    শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ৪ঠা জুন, রবিবার বিকালে দেওয়ান মাহবুব আলী স্মৃতি পরিষদের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
    দেওয়ান মাহবুব আলী স্মৃতি পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুর রাশেদ সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। এতে স্বাগত বক্তব্য দেন দেওয়ান মাহবুব আলী স্মৃতি পরিষদের সাধারন সম্পাদক দেওয়ান রওশন আরা লাকী।
    সরাইল উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারন সম্পাদক সুমন পারভেজ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন যথাক্রমে সরাইল প্রেস ক্লাবের সভাপতি মো. আইয়ুব খান ও সাধারন সম্পাদক মাহবুব খান বাবুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেবনাথ, লেখক গবেষক গোলাম মোস্তফা, গণমাধ্যম কর্মী তৌফিক আহমেদ তফছির, সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন, উপজেলা আ’লীগের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান, উপজেলা ন্যাপ এর সাধারন সম্পাদক মো. আব্দুল জব্বার প্রমুখ। এছাড়াও সভায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    সভাশেষে, প্রধান অতিথি আল মামুন সরকার তিনি “দেওয়ান মাহবুব আলী কুতুব মিয়া’র ম্যুরাল এর শুভ উদ্বোধন করেন।
    উল্লেখ্য, ন্যাপের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি দেওয়ান মাহবুব আলী ৫৪সালে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি আদমজী জুটমিলের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। মহান মুক্তিযুদ্ধে বিশ্বজনমত গঠনের লক্ষে তিনি হাঙ্গেরীর রাজধানী বুদাপেষ্টে অনুষ্ঠিত বিশ্ব শান্তি সম্মেলনে যোগদান করেন। ৭১ সালের ৪ঠা জুন বিশ্ব শান্তি সম্মেলন থেকে ফেরার পথে দিল্লী বিমানবন্দরে আকস্মিক মৃত্যুবরণ করেন।

    আরও খবর

    Sponsered content