• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    ২১৪ গ্রাম হেরোইন সহ পাবনা র‍্যাবের হাতে ধরা খেলেন এক যুবক

      প্রতিনিধি ৭ জুন ২০২৩ , ২:৫৭:৪৭ প্রিন্ট সংস্করণ

    পাবনা থেকে শরিফুল ইসলামঃ-

    ২১৪ গ্রাম হেরোইন সহ পাবনা র‍্যাবের হাতে ধরা খেলেন আসরাউল নামের এক যুবক। পাবনা র‍্যাব কর্তৃক ২১৪ গ্রাম অবৈধ নেশাজাত দ্রব্য হেরোইনসহ রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ধাতমা গ্রামের মৃত্য নুরুল হুদার ছেলে আসরাউল(৩২) নামের এক যুবক গ্রেফতার করেছে পাবনা র‍্যাব। র‍্যাব-১২অধিনায়ক মারুফ হোসেন পি,পি,এম সিরাজগঞ্জ এর নির্দেশনায় আজ ৬ই জুন সকাল ০৮ ঘটিকায় মেজর মোহাম্মদ আনিসুজ্জামান উপ-অধিনায়ক-র‍্যাব-১২ সিরাজগঞ্জ ও সি,পি,সি-০২ পাবনার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো:তৌহিদুল মুবিন খাঁন ও স্কোয়াড কমান্ডার সিনিয়র এ,এস,পি কিশোর রায়ের নেতৃত্বে র‍্যাব-১২ সি,পি,সি-০২ পাবনা কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার সদর থানাধীন পৌরসভার অন্তর গত অনন্তমোড় সংলগ্ন ০৪ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত দক্ষিণ রাঘবপুর এলাকার মোঃমুকুল খন্দকারের বাসার সামনে পাবনা টু ঢাকাগামী হাইওয়ে রাস্তার উপর এ অভিযান পরিচালনা করে ২১৪গ্রাম অবৈধ নেশাজাত মাদকদ্রব্য হেরোইন সহ আসরাউল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পাবনা র‍্যব। এ সময় মাদক বহন কাজে ব্যবহ্নত ০১টি ট্রাক(চাবিসহ),খড়-৯ হাজার আটি,ব্যাগ-০১ টি,ট্যাক্স টোকেন ০১টি,রুট পারমিট-০১ টি,মোবাইল ০১টি,সিমকার্ড ০২টি
    ও নগদ ২৪ হাজার টাকা জব্দ করে সি,পি,সি-০২ র‍্যাব-পাবনা।

    সি,পি,সি-০২ র‍্যাব জানিয়েছেন,এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোঁখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন বিক্রয় করে আসছে।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের ও জব্দকৃত আলামতসহ তাকে পাবনা জেলার পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়।

    আরও খবর

    Sponsered content