• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    জীনননগরে বিজিবির অভিযানে পৌনে ২ কেজি ওজনের ১৬টি স্বর্ণের বারসহ আটক- ১

      প্রতিনিধি ৯ জুন ২০২৩ , ১:০১:১২ প্রিন্ট সংস্করণ

    মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

    চুয়াডাঙ্গার জীবননগরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি ৮শ৬৫ গ্রাম ওজনের ১৬ টি স্বর্ণের বারসহ এক স্বর্ণ বহনকারীকে আটক করেছে। আটককৃত ব্যক্তি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের জাফর আলীর ছেলে সেলিম হোসেন (৩০)। বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বৃহস্পতিবার বিকাল ৬ টার সময় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহেশপুর-৫৮ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারেন দু’জন ব্যক্তি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পাতিলা গ্রামের ঈদগা এলাকা দিয়ে ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে যাবে। এ তথ্যের ভিত্তিতে মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালকের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল পাতিলা ঈদগাঁ মাঠ সংলগ্ন পাকা রাস্তার পার্শ্বে অবস্থান নেয়।সকাল সাড়ে ৬ টার সময় দু’জন ব্যক্তি মোটরসাইকেলযোগে পাতিলা ঈদগাঁ অতিক্রম করে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা তাদেরকে ধাওয়া করে মোটরসাইকেল আরোহী সেলিম হোসেনকে আটক করে এবং মোটরসাইকেল চালক পালিয়ে যায়।পরে আটক সেলিম হোসেনের শরীর তল্লাশি করে অভিনব কায়দায় খাকী রংয়ের কস্টেপ দিয়ে কোমরে মোড়ানো অবস্থায় ১ কেজি ৮৬৫ গ্রাম ওজনের ১৬ টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য ১ কোটি ৫৯ লাখ ৯৮ হাজার ৯৫৮ টাকা। আটক আসামীর বিরুদ্ধে স্বর্ণের বার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য বহন করা ও নিজ জিম্মায় রাখার অপরাধে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং ১৬টি স্বর্ণের বার চুয়াডাংগা ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে।

    আরও খবর

    Sponsered content