• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    পাইকগাছায় গুরুত্ব পাচ্ছে পারিবারিক পুষ্টি বাগান; দুই শতাধিক কৃষককে উপকরণ সহায়তা প্রদান

      প্রতিনিধি ৯ জুন ২০২৩ , ১:০৩:২১ প্রিন্ট সংস্করণ

    মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :

    পাইকগাছায় গুরুত্ব পাচ্ছে পারিবারিক পুষ্টি বাগান। ইতোমধ্যে প্রায় সাড়ে ৫শ কৃষক তাদের অনাবাদি পতিত জমি এবং বাড়ির আঙ্গিনায় পুষ্টি বাগান করেছে। এতে একদিকে যেমন পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে পাশাপাশি নিজেদের চাহিদা মিটিয়ে অতিরিক্ত সবজি বাজারে বিক্রি করে বাড়তি আয় করছে কৃষকরা। পুষ্টি বাগান করতে কৃষকদের সার্বিকভাবে সহযোগিতা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলা কৃষি অফিসের তথ্য
    অনুযায়ী পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থ বছরে ১৯ জন, ২০২১-২২ অর্থ বছরে ১৭৫ জন এবং ২০২২-২৩ অর্থ বছরে ৩৩৯ জন কৃষক-কৃষানীর মাঝে কারিগরি ও বিভিন্ন উপকরণ সহায়তা প্রদান করা হয়েছে। গোপালপুর গ্রামের কৃষক তাজ উদ্দীন আহম্মেদ জানান, আমি আমার বাড়ির
    পতিত জমিতে পারিবারিক পুষ্টি বাগান করেছি। এতে আমার প্রয়োজনীয় সবজির চাহিদা পূরণ হচ্ছে। তোকিয়া গ্রামের রেহেনা খাতুন জানান, পুষ্টি বাগানে উৎপাদিত সবজি নিজেদের চাহিদা পূরণ করে অতিরিক্ত সবজি বাজারে বিক্রি করে বাড়তি টাকা আয় হচ্ছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম বলেন, নিরাপদ সবজি উৎপাদনে পারিবারিক পুষ্টি বাগান গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ করার পাশাপাশিঅতিরিক্ত সবজি বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছে কৃষকরা। আর এ কারণেসাধারণ কৃষকদের মাঝে পুষ্টি বাগানের গুরুত্ব বাড়ছে। ফলে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে ২০২০-২১ অর্থ বছরের ১৯ জন ও ২০২১-২২ অর্থ বছরের ১৭৫ জন সহ মোট ১৯৪ জন কৃষককে তাদের প্রদর্শনী পুনঃ স্থাপনের জন্য বীজ, ঘেরা-বেড়ার নেট ও সাইনবোর্ড সহ বিভিন্ন উপকরণ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার
    সকালে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার এসএম মনিরুল হুদা, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার শাহজান আলী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাশ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এসএম মিজানুর রহমান, ডল্টন রায়, আবুল কালাম আজাদ, সরাজ উদ্দীন, শেখ তোফায়েল আহম্মেদ তুহিন ও এনামুল হক প্রমুখ।

    আরও খবর

    Sponsered content