• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    চুয়াডাঙ্গার জীবননগরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দু’ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

      প্রতিনিধি ১ আগস্ট ২০২৩ , ১২:০৮:৩৬ প্রিন্ট সংস্করণ

    মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

    চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের একটি টিম জীবননগরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দু’ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার দুপুর ২ টার দিকে জীবননগর বাজার ও চ্যাংখালী রোড এলাকায় এ অভিযানে বাজারে খোলা তেল, মুদি দোকান, দই মিষ্টিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করার সময় এ জরিমানা করা হয়। অধিদফতরের উপ-পরিচালক মোহা. সজল আহম্মেদ বলেন, তরফদার নিউ মার্কেটে মেসার্স গাজী স্টোর নামক প্রতিষ্ঠানে তদারকিতে আগে সতর্ক করা সত্ত্বেও বিক্রির উদ্দেশে সাজিয়ে রাখা প্রচুর মেয়াদোত্তীর্ণ পণ্য, কোমল পানীয় জব্দ করা হয়। এছাড়া মেয়াদের মুল্য বিহীন ও অবৈধ বিদেশি পণ্য বিক্রি করায় প্রতিষ্ঠানটির মালিক আবুল কাশেমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অপর একটি প্রতিষ্ঠান মেসার্স তাজুল স্টোরের মালিক নাজমুল হককে মেয়াদ মুল্য বিহীন ও নিম্নমানের পণ্য বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুটি অভিযানে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো জনসম্মুখে নষ্ট করা হয়।এসময় উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণকে বাজারে খোলা তেল বিক্রি বন্ধের বিষয়ে সতর্ক করা হয় ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

     

    আরও খবর

    Sponsered content