• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • নাগরিক সংবাদ

    বাগমারা’য় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশীদের হামলায় গৃহবধূ আহত

      প্রতিনিধি ১০ জুন ২০২৩ , ৩:২৬:৩১ প্রিন্ট সংস্করণ

    মো: জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার

    রাজশাহী বাগমারা কাচারি কোয়ালিপাড়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশীদের হামলায় আয়েশা (৩৫) নামের এক গৃহবধূ ও তার স্বামী নুর হোসেনকে আহত হয়েছে। শনিবার দুপুর ১:৩০ মিনিটে কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূকে গুরুতর আহত অবস্থায় বাগমারা উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ঘটনা সূত্রে জানা গেছে, রাজশাহী বাগমারা উপজেলার কাচারি কোয়ালিপাড়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের নুর হোসেনের স্ত্রী আয়েশা খাতুন (৩৫) ও তার স্বামী নুর হোসেন শনিবার দুপুর ১:৩০ মিনিটে তার বড় মেয়েকে পড়া লেখা না করার জন্য শাসন করছিলেন। এসময় পূর্ব শত্রুতার জের ধরে হটাৎ প্রতিবেশী দাদন ব্যবসায়ী হাসেম প্রামানিক ও তার ছেলে হাফিজুর রহমান অরোফে হাইজুল ও তার ছেলে মোবারক লোহার রড, লাঠি এবং ধারালো অস্ত্র নিয়ে নুর হোসেনের স্ত্রী আয়েশার উপরে হামলা চালিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।

    এসময় তাদের হামলায় জখম হয়ে আয়েসা খাতুন মাটিতে লুটিয়ে পড়লে তার ডাক চিৎকারে তার স্বামী নুর হোসেন তাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেউ মারপিট করে হামলা কারিরা। পরে এলাকাবাসী আহত অবস্থায় গৃ হবধূকে উদ্ধার করে বিকেল ৩ টার দিকে বাগমারা উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন হাসপাতালে। হামলা কারিরা গহবধূকে হত্যার উদ্দেশ্যে তার মাথায় লাঠিদিয়ে আঘাত করায় মাথায় গুরুতর জখম হয়েছে বলে জানান কর্মরত চিকিৎসক। এ ঘটনায় বাগমারা থানায় শনিবার বিকেলে তিন জন আসামীর নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছেন গৃহবধূর স্বামী নুর হোসেন।
    এ বিষয় বাগমারা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় তিন জনকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেছেন গৃহবধূর স্বামী। আসামীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

    আরও খবর

    Sponsered content