• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খেলাধুলা

    বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো. জামিলুর রহমান

      প্রতিনিধি ১২ জুন ২০২৩ , ৬:২১:০১ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-

    ক্রীড়া ভাষ্যকার মো. জামিলুর রহমান নির্বাচিত হলেন
    সদ্য গঠিত বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক। মো. জামিলুর রহমান, তিনি জাতীয় ক্রীড়া ভাষ্যকার, রেডিও এবং টেলিভিশন ও সংবাদ পাঠক এবং স্পোর্টস রিপোর্টার (চ্যানেল-টি-টি) মো. জামিলুর রহমান ১৯৭৯ সালের ৩ সেপ্টেম্বর রাজশাহী জেলার অন্তর্গত দুর্গাপুর উপজেলার কিশোরপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। পিতামৃত মজিবর রহমান পেশায় ছিলেন, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মাতা মোসা. জায়েদা বেগম পেশায় একজন গৃহিনী। ৭ ভাইয়ের মধ্যে মো. জামিলুর রহমান পঞ্চম। মো. জামিলুর রহমান নিজ গ্রাম কিশোরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পর আমগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে এস.এস. সি এবং দুর্গাপুর মহাবিদ্যালয় থেকে এইচ.এস. সি পাস করে রাজশাহী কলেজ থেকে দর্শন’এ বি.এ অনার্স ও এম. এ পাশ করেন উত্তরা ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বিপিএড) ও মাস্টার্স অব ফিজিক্যাল এডুকেশন (এমপিএড) সম্পন্ন করেন।

    ছোট বেলা থেকেই মো. জামিলুর রহমান অত্যন্ত খেলা প্রিয় ব্যক্তিত্ব। তিনি নিজ গ্রাম কিশোরপুর ফুটবল এবং ক্রিকেট দলের নেতৃত্বের পাশাপাশি সংগঠক হিসেবে ফুটবল ও ক্রিকেটের অনেক সফল টুর্নামেন্টের আয়োজন করেন এবং মাইক্রোফোন তাকে কাছে টানতো বিধায় তিনি রাজশাহী জেলা ও বিভাগীয় স্টেডিয়ামসহ বিভিন্ন মাঠে ফুটবল ও ক্রিকেটের ধারাভাষ্য প্রদান করতেন।

    তিনি গ্রামের খেলোয়াড়দের উন্নতির জন্য ২০০৮ সালে কোচ নিয়োগ দিয়ে মাস ব্যাপী কাবাডি প্রশিক্ষণের আয়োজন করেন। যে প্রশিক্ষণের খেলোয়াড়রা বর্তমানে রাজশাহী ২য় বিভাগ কাবাডি লীগে নিয়মিত খেলছে এবং ১ বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। এ ছাড়া তিনি এএফসির তালিকাভুক্ত একজন ফুটবল কোচ।

    এক সাক্ষাৎকারে এই প্রতিবেদকের সাথে বলেন- বাংলাদেশ বেতারে ২০০৯ সালে ধারাভাষ্যকার তালিকাভুক্ত হয়ে অন্যান্য রেডিও টিভি যেমন রেডিও ভুমি, রেডিও টুডে, রেডিও ক্যাপিটাল, রেডিও স্বাধীন এবং বাংলাদেশ টেলিভিশন, টি স্পোর্টস, এটিএন বাংলা, জিটিভি, এশিয়ান টিভি ও নাগরিক টিভিতে ক্রিকেট, ফুটবল, ফুটসাল, হ্যান্ডবল, হকি ও কাবাডিসহ মোট ১৪ টি খেলার সরাসরি ধারাভাষ্য প্রদান করে অনন্য সফলতা দেখিয়েছেন। তিনি পেশায় প্রাইভেট চাকুরীরত এবং বর্তমানে ঢাকায় বসবাস করেন। তিনি বিবাহিত জীবনে এক কন্যা সন্তানের জনক। ডা. অনুপম হোসেনকে সভাপতি এবং মো. সামসুল ইসলামকে সাধারণ সম্পাদক করে আগামী দু’বছরের জন্য ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

    এসোসিয়েশেনের অন্যান্য নির্বাচিত কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি মো. পলাশ খাঁন ও এস. এম. আব্দুস শাকুর, যুগ্ম সম্পাদক বোরহান উদ্দিন মোল্ল্যা, সাংগঠনিক সম্পাদক মো. জামিলুর রহমান, অর্থ সম্পাদক তামান্না সিদ্দিকী। নির্বাহী সদস্যরা হলেন–কাজল সরকার, মোহাম্মদ কামরুজ্জামান, শাওন আহসানুর রহমান, ডা. আনোয়ারুল আলম, জান্নাতুল ফেরদৌস, মুজাহিদুর রহমান, মো. আমানুল্লাহ সরকার ও মো. রবিউল ইসলাম।

    আরও খবর

    Sponsered content