• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • আইটি বিশ্ব

    নারায়ণগঞ্জের আড়াইহাজারের একনিষ্ঠ বেতার শ্রোতা “রোমান মোল্লা” রয়েছেন এখনো বেতারের সাথে

      প্রতিনিধি ১০ আগস্ট ২০২৩ , ৪:০৪:২১ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-

    বাংলাদেশের প্রচার মাধ্যমগুলোর মধ্যে সবচাইতে পরিচ্ছন্ন এবং জনপ্রিয় জাতীয় প্রচার মাধ্যম হচ্ছে বাংলাদেশ বেতার। শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, পরিবেশ এবং বিনোদনমুলক অনুষ্ঠান প্রচারে বেতারের ভূমিকা অপরিসীম। নব্বই দশককে বলা হয় বেতারের স্বর্ণযুগ, সেই স্বর্ণ যুগে বেতারের বিভিন্ন অনুষ্ঠানে লিখে লিখে যারা জনপ্রিয়তা পেয়েছেন, তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন নারায়ণগঞ্জের আড়াইহাজারের রোমান মোল্লা।

    যিনি তার মেধা এবং লেখনী দিয়ে বেতারের অনুষ্ঠান গুলোকে করে ছিলেন উজ্জীবিত, বিজয়ী হয়ে ছিনিয়ে নিয়েছেন অসংখ্য পুরস্কার। তার লেখা রম্য এবং প্যারোডি লেখা, সাথে ব্যতিক্রমধর্মী কার্টুন একে উপাধি পেয়েছেন প্যারোডি মোল্লা, কার্টুন মোল্লা। একমাত্র তার লেখা প্যারোডি ও কার্টুনের ফটোকপি বেতারের অনুষ্ঠান থেকে সারাদেশে শ্রোতাদের নিকট পাঠানো হতো ডাক যোগে।

    নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার পাঁচগাও গ্রামে, জনপ্রিয় সেই রোমান মোল্লা’র জন্ম ১৯৭৫ সালের ২৩ জানুয়ারী, পাঁচগাও বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি, আড়াইহাজার সরকারি সফর আলী কলেজ থেকে এইচ.এস.সি এবং নারায়ণগঞ্জ তোলারাম বিশ্ববিদ্যালয় থেকে বি.কম এবং এম.কম ডিগ্রী অর্জন করার পর ১৯৯৯ সালে একটি প্রাইভেট ব্যাংকে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন।

     

    কর্মজীবনে প্রবেশ করেও বেতারের সাথে রেখে চলেছেন নিবিড় সম্পর্ক। বেতারের কল্যাণে সারাদেশে অসংখ্য শ্রোতার সাথে চিঠির মাধ্যমে তার সু-সম্পর্ক গড়ে ওঠে এবং দেশের বিভিন্ন জেলায় ভ্রমণ করে শ্রোতাদের সাথে গভীর বন্ধনে আবদ্ধ হন। রোমান মোল্লার নিজস্ব আর্কাইভে এখনও সাজানো রয়েছে দেশ বিদেশের শত শত শ্রোতার কাছ থেকে ডাক যোগে প্রাপ্ত হাজার হাজার চিঠি।

    শৈশব থেকেই রোমান মোল্লা তার পরিবারের সবার সাথে মিলে মিশে বেতারের বিভিন্ন অনুষ্ঠান শুনতেন এবং তখন থেকেই বেতারে লেখার প্রতি আগ্রহ সৃষ্টি হয়ে ছিল তার, অবশেষে নবম শ্রেণির ছাত্র থাকাকালীন বেতারে লেখালেখির যাত্রা শুরু করেন এবং বর্তমানেও সেই ধারা অব্যাহত রেখেছেন তিনি।

    রোমান মোল্লা মনে করেন-আজকের ডিজিটাল, স্মার্ট যুগেও বেতার একটি জনপ্রিয় মাধ্যম হিসেবে সকলের নিকট যথা সময়ে সকল তথ্য পৌঁছে দিতে সক্ষম হচ্ছে।
    রোমান মোল্লা অনলাইন প্রযুক্তির মাধ্যমে ফেসবুকে,
    বেতার শ্রোতা ফাউন্ডেশন নামে একটি গ্রুপের এডমিন হিসেবে, বেতারের শ্রোতা বৃদ্ধির লক্ষ্যে বেতার বিষয়ক এ্যাপস এবং পরামর্শ দিয়ে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছেন।

    সেই সাথে রোমান মোল্লা তার নিজস্ব বেতার শ্রোতা ক্লাব ইনজয় রেডিও লিসেনার্স ক্লাবের মাধ্যমে এলাকার জনগণকে বেতার শোনার আগ্রহ সৃষ্টি করে যাচ্ছেন এবং বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক দ্রব্যের কুফলসহ বিভিন্ন বিষয়ে সচেতন মুলক প্রচার ও পরামর্শ দিয়ে বিশেষ কর্মসূচী পালন করে চলেছেন।

    সর্বশেষে বেতার শ্রোতা রোমান মোল্লা’র বলেন-বেতার সকলের জন্য একটি পরিচ্ছন্ন শিক্ষনীয় প্রচার মাধ্যম, তাই দেশের সকলে বেতার শুনে এবং চিঠির মাধ্যমে মূল্যবান মতামত অভিমত ব্যক্ত করলে বেতারের মান আরও সমৃদ্ধ হবে। রোমান মোল্লা ২০০০ সালের ডিসেম্বর মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। স্ত্রী রত্না গৃহিণী এবং ১ মেয়ে রোদেলা নওশিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ মিরপুর বাংলা কলেজ বিশ্ববিদ্যালয়ে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী ১ ছেলে রেদোয়ান ইসলাম নবম শ্রেণিতে অধ্যয়নরত।স্বাচ্ছন্দেই কাটছে বিভিন্ন প্রতিভার অধিকারী এই বিশিষ্ট বেতার শ্রোতার জীবন।

    সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা-এম. জুলফিকার আলী ভুট্টো।

    আরও খবর

    Sponsered content