• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

      প্রতিনিধি ১৩ জুন ২০২৩ , ৭:৪৩:৩৮ প্রিন্ট সংস্করণ

    শেখ নাসির আহমেদ, গাইবান্ধা থেকেঃ

    সাদুল্লাপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
    ১৩জুন সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার একহাজার জন কৃষক কৃষাণীর মাঝে ১০কেজি Mop সার ১০কেজি DAP সার ও ৫ কেজি উফশী রোপা আমনের বীজ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাহরিয়া খাঁন বিপ্লব। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রভাষক অবঃ আব্দুল জলিল সরকার, বনগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ ফজলুল কাইয়ুম হুদা প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মতিউল আলম। উপজেলা উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃষিবিদ মোঃ আব্দুর রব সরকারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের কৃষক কৃষাণী ও ইউনিয়ন ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেয়া প্রনোদনার এই সার বীজ পেয়ে খুশি কৃষকরা।

    আরও খবর

    Sponsered content