• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প সৌর বিদ্যুতে আলোকিত মানিকছড়ির ২৭১ বিদ্যুৎ সুবিধাবঞ্চিত পরিবার

      প্রতিনিধি ১৩ জুন ২০২৩ , ১:১৩:৩৪ প্রিন্ট সংস্করণ

    মোঃমাসুদ রানা, স্টাফ রিপোর্টারঃ

    “পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প-২য় পর্যায়” শীর্ষক প্রকল্পের আওতায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার অনুন্নত ও দূর্গম জনপদ বাটনাতলী ইউনিয়নের বিদ্যুৎ সুবিধাবঞ্চিত ২৭১ পরিবারের মাঝে সৌর বিদ্যুৎ সোলার বিতরণ করা হয়েছে।

    মঙ্গলবার (১৩জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলার মরাডলু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাটনাতলী ইউপি চেয়ারম্যান মো. আবদুর রহিমের সভাপতিত্বে সোলার হোম সিস্টেম বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য এম এ জব্বার। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। এতে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দীন, উপজেলা যুবলীগ সভাপতি মো. সামাউন ফরাজী সামু ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সোলার হোম সিস্টেম প্রকল্পের কনসালটেন্ট মো. শাহরিয়ার হোসেন প্রমূখ। এসময় বক্তারা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এরই আলোকে পার্বত্য জেলার দূর্গম ও অনুন্নত জনপদ বিদ্যুতায়িতের কাজ করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। পাহাড়ের অনগ্রসর জনপদ আলোকিত করতে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সোলার হোম সিস্টেম প্রকল্পে তিন জেলায় ৪০ হাজার পরিবার আলোকিত করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজকের দুই এই বাটনাতলী ইউনিয়নে সোলার প্যানেল বিতরণ করা হচ্ছে’। পরে অতিথিরা সোলার হোম সিস্টেমে সুবিধাভোগীর হাতে সোলার প্যানেল তুলে দেন। এর আগে গত ৩রা জুন ইউনিয়নের বিদ্যুৎ সুবিধা বঞ্চিত ৬টি ওয়ার্ডে ৯৫৪ পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।

    আরও খবর

    Sponsered content