• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    লংগদু সেনা জোন কতৃক ৪ টি মন্দিরে আর্থিক সহায়তা প্রদান

      প্রতিনিধি ২০ অক্টোবর ২০২৩ , ১২:০২:৪৮ প্রিন্ট সংস্করণ

    মো.আলমগীর হোসেন ,লংগদু( রাঙ্গামাটি)

    রাঙ্গামাটির লংগদুতে দেশব্যাপী সনাতন ধর্মের শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে লংগদু জোনের অন্তর্গত ৪ টি মন্দিরে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

    শুক্রবার ( ২০ অক্টোবর) দুপুরে লংগদু জোনের আওতাধীন, মন্দির গুলোর ম্যানেজিং কমিটির হাতে অনুদান তুলে দেন জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া পি এস সি।

    এসময়, মন্দির টিলা মাইনীমুখ শ্রী শ্রী হরি মন্দির, লংগদু তিনটিলা শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম মন্দির,মাইনীমুখ শ্রী শ্রী শিব মন্দির, বাঘাইছড়ি দূরছড়ি শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরকে উক্ত নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়।

    অনুদান প্রদান কালে আরো উপস্থিত ছিলেন, অত্র জোনের উপ-অধিনায়ক মেজর রিফাতুজ্জাকের সহ জোনের বিভিন্ন পদবির অফিসার বৃন্দ।

    জোন অধিনায়ক হিমেল মিয়া পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশ এবং জনগনের সেবায় কাজ করে যাচ্ছে। আগামীতেও সেবা মূলক এসকল কার্যক্রম অব্যহত থাকবে।

     

    আরও খবর

    Sponsered content