• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খেলাধুলা

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টে চ্যাম্পিয়ন মানিকছড়ি ইউনিয়ন দল

      প্রতিনিধি ১৪ জুন ২০২৩ , ৩:১৭:৪২ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-

    খাগড়াছড়ির মানিকছড়িতে রাণী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্ট (অনুর্ধ্ব-১৭)-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

    ১৪ জুন-২০২৩ বুধবার বিকাল ৫ টায় ১নং মানিকছড়ি ইউনিয়ন ও ৪ নং তিনট্যহরী ইউনিয়ন দলের মধ্যেকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে তিনট্যহরী ইউনিয়ন দলকে ২-০ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মানিকছড়ি ইউনিয়ন দল। এর আগে মানিকছড়ি ইউনিয়ন দল বনাম বাটনাতলী ইউনিয়ন দল এবং তিনট্যহরী ইউনিয়ন দল বনাম যোগ্যছোলা ইউনিয়ন দলের ইউনিয়নের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলার শেষে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার, রক্তিম চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। উপস্থিত অতিথিরা উভয় দলের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ৪নং তিনট্যহরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মো. আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জামাল হোসেন ও সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়।

    খেলাগুলো পরিচালনা করেন, মো. শহীদুল্লাহ সজীব ও রেজাউল করিম সোহেল। খেলায় ধারাভাষ্যকার হিসেবে ছিলেন, মো. ইসমাইল হোসেন।

    আরও খবর

    Sponsered content