• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খেলাধুলা

    বাংলাদেশ বেতারের স্বনামধন্য ক্রীড়া ভাষ্যকার ‘কাজল সরকার

      প্রতিনিধি ২২ অক্টোবর ২০২৩ , ৬:২৫:৪৯ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-

    কাজল সরকার, ক্রীড়া ভাষ্যকার, বাংলাদেশ বেতার ও টেলিভিশন। বাংলাদেশের এই সময়ের অন্যতম সেরা ক্রীড়া ভাষ্যকারদের একজন, আপনাদের পরিচিত কন্ঠস্বর কাজল সরকার। যিনি পেশায় একজন চাকুরীজীবী। মোহাম্মদী স্টীল ও ইউসুফ ফ্লাওয়ার মিলসে সেলসের জি.এম হিসেবে কর্মরত।

    তিনি ১৯৭৯ সালের ১ জানুয়ারী ময়মনসিংহ হালুয়াঘাটের শাকুয়াই রামনাথপুর গ্রামে জন্মগ্রহণকারী এই গুণী ব্যক্তিত্ব শৈশব ও যৌবনে ছিলেন খেলোয়াড়। স্কুল জীবন থেকে হালুয়াঘাট ময়মনসিংহে অনুষ্ঠিত বিভিন্ন স্কুল, কলেজ ও জেলা ভিত্তিক খেলাগুলোতে ধারাভাষ্য করার মাধ্যমে তাঁর ধারাভাষ্য জীবন শুরু। ধারাভাষ্যকার হিসেবে নিজেকে তৈরি করার ক্ষেত্রে বাংলা ধারাভাষ্য শুনে তিনি অনুপ্রেরণা পেয়েছেন এবং পরিবারের সমর্থন ও সহযোগিতা তাঁকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছে।

    ইতিমধ্যে তিনি বাংলাদেশ বেতার, বিটিভিসহ বিভিন্ন প্রাইভেট মিডিয়াতে ক্রীড়া ভাষ্যকার হিসেবে সু-নামের সাথে কাজ করেছেন এবং করে যাচ্ছেন। কাজল সরকারের পিতা-মূত পূর্ণ সরকার, মাতা-লক্ষী সরকার (গৃহিনী) ভাই-বোন হ’ল ৩ জন, ১ বোন, ২ ভাই। এই ক্রীড়া ভাষ্যকার হলেন সবার ছোট। পরিবারের সদস্য স্ত্রী ও দুই মেয়ে।

    দৈনিক ব-দ্বীপ বাংলাদেশ’র সাথে এক স্বাক্ষাতকারে তিনি বলেন, ক্রিকেটা ও ফুটবল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে নিয়মিত সব ধরণের খেলায় অংশগ্রহণ করতেন। ওপেনিং ব্যাটসম্যান ও অফ স্পিনার বোলার ছিলেন।
    ক্রীড়া ধারাভাষ্য ক্যারিয়ার জাতীয় পর্যায়ে শুরু প্রথম ধারা বর্ণনা-২০০০ সালে বিটিভি নিটোল টাটা জাতীয় ফুটবল লীগ। বাংলাদেশ বেতারে প্রথম ক্রীড়া ধারাভাষ্য বাংলাদেশ বনাম ভারত ওডিআই ম্যাচের মাধ্যমে ২০০৬ সালে। অনুষ্ঠান ২০০১ সালে বাংলাদেশ বেতার মহানগর অনুষ্ঠানে ক্রীড়া আলোচক। ক্রীড়া ভাষ্যকার হিসেবে বাংলাদেশ বেতারে তালিকাভূক্তি ২০০৫ খ্রি. সালে। ক্রীড়া ভাষ্যকার হিসেবে বাংলাদেশ টেলিভিশনে অন্তর্ভূক্তি ২০০০ খ্রি. সালে।

    ক্রীড়া ভাষ্যকার হিসেবে যেসব উল্লেখ যোগ্য ইভেন্ট কভার করেছেন-২০০৭, ২০১১, ২০১৫, ২০১৯ ও ২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। আইসিসি টি/২০ বিশ্বকাপ ২০০৭, ২০০৯, ২০১০, ২০১২, ২০১৪, ২০১৬, ২০২১। আইসিসি চ্যাম্পিয়ন’স ট্রফি ২০০৯, ২০১৩, ২০১৭। এশিয়া কাপ ক্রিকেট ২০০৮, ২০১০, ২০১২, ২০১৪, ২০১৬, ২০১৮ ও ২০২৩ সালে। বিপিএল ক্রিকেটের সবগুলো আসর, ফিফা বিশ্বকাপ ফুটবল ২০১৪ ,২০১৮ ও ২০২২।

    আর্জেন্টিনা বনাম নাইজেরিয়া ফিফা আন্তর্জাতিক ফ্রেন্ডলি ২০১১, এস. এ গেমস ২০১০, সুপার কাপ ফুটবল ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, এএফসি প্রেসিডেন্ট কাপ ফুটবল ২০০৯, এশিয়া কাপ বাছাই হকি ২০১১,২০০৬ থেকে অদ্যাবধি বাংলাদেশে অনুষ্ঠিত সকল দ্বি-পক্ষীয় ক্রিকেট সিরিজসহ ভলিবল, হ্যান্ডবল, রোলবল বিশ্বকাপ ইত্যাদি ইভেন্টের জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্টে ধারাভাষ্য দেয়ার সুযোগ হয়েছে।

    ক্রীড়া ভাষ্যকার হিসেবে বিদেশ সফর ২০১২ সালে টি-২০ বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ বেতারের পক্ষে শ্রীলংকা সফর ও ২০১৫ সালে ওডিআই বিশ্বকাপ ক্রিকেটে অস্টেলিয়া, নিউজিল্যান্ড ও সিঙ্গাপুর সফর করেন।বাংলাদেশ বেতার, বিটিভি ও প্রাইভেট রেডিও টেলিভিশনে নিয়মিত ক্রীড়া ভাষ্যকার এবং বিশ্লেষক হিসেবে কাজ করেছেন।

    বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং করছেন। ক্রীড়া ধারা বর্ণনা এবং ক্রীড়া বিষয়ক অনুষ্ঠানে বিশ্লেষক আধুনিকতার অগ্রপথিক হিসেবে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এ ক্রীড়া ব্যক্তিত্ব কাজল সরকার। প্রতিভাবান এই গুণী মানুষটি ক্রীড়াঙ্গনের নানাবিধ কর্মকান্ডের সাথে গত দুই দশক নিজেকে সম্পৃক্ত রেখেছেন এবং এদেশের ক্রীড়াঙ্গনের সামগ্রিক উন্নয়নে বিশেষ অবদান তথাপি ক্রীড়াঙ্গনে তাঁর কর্মকান্ড আমাদের উৎসাহিত এবং অনুপ্রাণিত করে।

    কঠোর পরিশ্রম, মেধা, দক্ষতা, যোগ্যতা, অধ্যাবসায়, চর্চা, সৃজনশীলতা, অসাধারণ ব্যাক্তিত্ব এবং সর্বোপরি শিল্পমনস্ক মনন দিয়ে তিনি ক্রীড়া ধারা বর্ণনা করে নতুন মাত্রা যোগ করেছেন। তিনি বর্তমানে ঢাকায় বসবাস করেন পারিবারিক জীবনে স্ত্রী শুক্লা ঘোষ সরকারী স্কুলের শিক্ষক, দুই মেয়ে, বড় মেয়ে স্বর্ণালী সরকার, সপ্তম শ্রেণীতে এবং ছোট মেয়ে বৃষ্টি সরকার তৃতীয় শ্রেণীতে ঢাকায় যথাক্রমে আইডিয়াল স্কুল এন্ড কলেজ ও ভিকারুননিসা স্কুল এন্ড কলেজে অধ্যায়নরত। স্ত্রী ও দুই কন্যাসহ ঢাকায় স্বাচ্ছন্দেই কাটছে জীবন যাপন করছেন।

    আরও খবর

    Sponsered content