• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    মধ্যনগরে প্রবেশ করছে নিষিদ্ধ প্লাস্টিকের তৈরী বাইর

      প্রতিনিধি ১৫ জুন ২০২৩ , ৯:১৩:০০ প্রিন্ট সংস্করণ

    সুরঞ্জন তালুকদার, মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি:

    সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার অভ্যান্তরে বিভিন্ন রাস্তা দিয়ে প্রবেশ করছে সরকার নিষিদ্ধ প্লাস্টিকের তৈরী বাইর।এলাকার হাওরের মৎস নিধনের জন্য এক শ্রেণীর অসাধু বাইর ব্যাবসায়ী,চাহিদা নিয়ে সরবরাহ করছে মৎস শিকারীদের কাছে।ধ্বংস করছে দেশীয় মাছের প্রজনন।বিলীন হচ্ছে চিংড়ি সহ নাম নাজানা মাছের অসংখ্য প্রজাতি। প্রতিনিয়তই কলমাকান্দা রোড দিয়ে মধ্যনগরের মহিষখলা হয়ে চলে যায় টাঙ্গুয়া সহ অসংখ্য হাওরে।ছোট ছোট যানবাহনের মাধ্যমে চলে পৌছে দেয়ার কাজ।আবার নদীপথে পার্শ্ববর্তী কয়েকটি উপজেলা থেকেও ছোটবড় নৌযান দিয়েও প্রবেশ করছে এসব। এক-একটি প্লাস্টিকের বোতল জাতীয় কিরণ মালা বাইরের পাইকারী প্রতি এক হাজারটি সর্বনিম্ন মূল্য ত্রিশ থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত।এগুলো মাছ শিকারের পরবর্তীতে শিকারীরা যত্রতত্র ফেলে দেয়ার দরুন নষ্ট হচ্ছে হাওরের পরিবেশ। ফসলি জমিতে উর্বরতা নষ্ট হয়ে হাল চাষাবাদের ঘটে ব্যাপক বিনিষ্ঠতা।

    ১৪ই মে মঙ্গলবার দুপুরে মধ্যনগর মহিষখলা সড়কে এমন দৃশ্যের দেখা মিলে।বহনকারীর কাছ থেকে জানা যায় পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলা থেকে প্রতিনিয়তি এসব রোড দিয়র টাঙ্গুয়ার হাওর পারে এগুলো বিক্রয় করা হয়।এবিষয়ে মধ্যনগর উপজেলার অতিরিক্তে দায়িত্বে থাকা মৎস অফিসার সালমুন হাসান বিপ্লব’র সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান শিগ্রই অভিযান পরিচালনা করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

    আরও খবর

    Sponsered content