• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    আন্ত:জেলার মাদক মামলার প্রধান আসামি আবদার কারাগারে

      প্রতিনিধি ১৮ জুন ২০২৩ , ৯:১১:৩২ প্রিন্ট সংস্করণ

    এম ডি বাবুল সি:বিশেষ প্রতিনিধি

    ২০১৯ সালে বন্দর নগরী চট্টগ্রামের কোতোয়ালি থানায় প্রধান আসামি আবদার উদ্দিনসহ চার জনের নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৫( বি) ধারায় জি আর, ৬১৭/ ১৯ নং মামলা রুজো করা হয়। ইতোমধ্যে মামলা তদন্তকারী কর্মকর্তা প্রধান আসামীর দোকান থেকে প্রায় অর্ধ কোটি টাকার মোবাইল সেটসহ ভারতীয় চুরি ছিনতাইকৃত মালামাল জব্দ করেনএবং প্রধান আসামি আবদার উদ্দিন সহ অন্যান্য তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণসহ আদালতের চার্জশিট প্রদান করেন। যা বিশেষ ট্রাইব্যুনাল ১১ /২০ বিচারাধীন প্রক্রিয়ায় রয়েছে।এ বিষয়ে ২০২১ সালের ১ নভেম্বর সমকাল পত্রিকায় ভারতীয় মোবাইল এবং চোরাচালান কারবারিদের বিরুদ্ধে আসামী আবদার উদ্দিন সহ সিন্ডিকেট সদস্যদের নাম গোয়েন্দা বাহিনীর বরাত দিয়ে পত্রিকায় বিশাল নিয়োগ ছাপানো হয়। বিগত চার বছরে পালাতক অবস্থায় প্রধান আসামী আবদার উদ্দিনসহ তার সিন্ডিকেট আন্তর্জাতিক চোরা -চালানী দুবাই থেকে স্বর্ণ, দেশ থেকে ইয়াবা দুবাই পাচার এবং স্থনীয় দুর্বৃত্তদের সাথে নেটওয়ার্ক গঠন করে চুরি ডাকাতিসহ অবৈধভাবে বিশাল টাকার পাহাড় গড়েছে বলে বিশেষ সূত্রে জানা যায়।ইতোমধ্যে চট্টগ্রাম রিয়াজ উদ্দীন বাজার থেকে ঢাকায় অবৈধ চুরি – ছিনতায়কৃত মোবাইলের দোকান, চট্টগ্রাম বকশিবাজারে কাপড়ের দোকান, এবং চকবাজারের কয়েকটি ফ্ল্যাট কিনেছে বলো জানা যায়। গোয়েন্দা বাহিনী এবং দুদক এব্যাপারে কাজ করলে আরও সম্পদ ও নগদ টাকার সন্ধান পাওয় যেতে পারে এলাকার সচেতন মহলের ধারণা। সে আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে বাচার জন্য ভোটার আই ডি ও ঠিকানা বদল করে আধুনগর থেকে চুনতির ভোটার কার্ড করেছে বলে ও জানা যায়। অবৈধ সকল কার্যক্রমের প্রধান গডফাদার হিসেবে লোকজন আবদারউদ্দীনকে ভয় করতো এবং তার সামনে মুখ খুলতে সাহস করতোনা।এই অপকর্মে কখনো পুলিশের চোখ ফাঁকি দিয়ে আবার মোটা অংকের বিনিময়ে কতিপয় অসাধু পুলিশ কর্মকর্তাদের যোগসাজশে দীর্ঘ চার বছর ধরে দেশে বিদেশে গিয়ে অপরাধ মূলক কাজ চালিয়েছে।তবে সুধী সমাজের প্রশ্ন দেশে এত চৌকস আইন শৃঙ্খলা বাহিনীকে কিভাবে ফাকি দিয়ে বা বসে এনে এত অপরাধ করে দীর্ঘসময় দাপিয়ে বেড়াচ্ছিল গডফাদার কুখ্যাত এ আবদার। বিশেষ সূত্রে জানা যায় বিগত ১৪ জুন RAB এর উপস্থিতি টের পেয়ে প্রধান আসামি আবদার পালিয়ে যায় এবং RAB হাত থেকে বাঁচার জন্য ১৫ জুন২০২৩ খ্রিষ্ট: দ্রুত কোড সেরেন্ডার করলে বিজ্ঞ আদালত জামিন আবেদন নমঞ্জুর করে কারাগারে পাঠান। মাদারবাড়ী আবদার গ্রেপ্তার হওয়ার খবর শুনে এলাকায় জনগণের মধ্যে এক প্রকার স্বস্তি ও আনন্দের আবাহ বিরাজ করে। বিশেষ সূত্রে জানা যায় তার বাবা রফিক আহমদ এলাকায় বিভিন্ন অনৈতিক কাজে জড়িত ও দীর্ঘদিন হত্যা এবং ডাকাতি মামলায় জেলে ছিলেন।

    আরও খবর

    Sponsered content