• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • বরিশাল

    সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ভান্ডারিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

      প্রতিনিধি ১৮ জুন ২০২৩ , ১:৫৫:৩৪ প্রিন্ট সংস্করণ

    মো আছিফ মল্লিক, জেলা প্রতিনিধিঃ

    পিরোজপুরের ভান্ডারিয়ায় দৈনিক মানবজমিন ও ৭১ টিভি জামালপুরের বকশিগঞ্জ প্রতিনিধি সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের হত্যাকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভান্ডারিয়া প্রেসক্লাব।

    রবিবার (১৮ জুন) বিকাল ৪টায় ভান্ডারিয়া পৌরশহরের শহীদ মিনার সম্মুখ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময়ে ভান্ডারিয়া প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠনের সাংবাদিকদের অংশগ্রহনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত এবং বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি এম.এম. রিয়াজ মাহামুদ মিঠু, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মিলন, সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম, মোঃ মামুন হোসেন, জাকির হোসেন কাজী, মোঃ শহিদুল ইসলাম মল্লিক, মোঃ মিজানুর রহমান ,মোঃ মনির হোসেন কাজী ও সুমন মল্লিক প্রমুখ।

    এ সময়ে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল সহ সারাদেশে সাংবাদিক নির্যাতন ও হত্যার সঠিক তদন্ত করে বিচার নিশ্চিত করার দাবি জানান বক্তারা। মানবন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে শেষ হয়৷ মিছিলে নাদিম হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্থানীয় সাংবাদিকরা৷

    উল্লেখ্য, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে জামালপুর বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু সাংবাদিক গোলাম রব্বানির নাদিমের প্রতি অসন্তুষ্ট হয়েছিলেন। এর আগেও তিনি নানাভাবে হেনস্তা করার চেষ্টা করেছেন। গত ১৪ জুন রাতে সংবাদ সংগ্রহ শেষে বাসায় ফেরার পথে হত্যার উদ্দেশ্যে চেয়ারম্যান বাবু ও তাঁর পুত্র ১৪-১৫জন নিজ দলীয় কর্মী ও সাঙ্গোপাঙ্গ নিয়ে সাংবাদিক নাদিমের মোটরসাইকেল থামিয়ে তার উপর নেককারজনক হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে চিকিৎসারত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জুন মারা যান নাদিম।

     

    আরও খবর

    Sponsered content