• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ধর্ম

    কাহালুতে এবার কুরবানীহাট কাঁপাবে চা বিক্রেতা শাজাহানের ষাড় লালু

      প্রতিনিধি ২১ জুন ২০২৩ , ৬:০৭:০৬ প্রিন্ট সংস্করণ

    হারুনুর রশিদ কাহালু বগুড়া প্রতিনিধিঃ

    বগুড়ার কাহালুতে কুরবানী পশুর হাট কাপাবেদরিদ্র চা বিক্রেতা শাজাহান আলীর ১৮ মন ওজনের লাল রঙের ষাড় আদর করে নাম রেখেছেন লালু। সাহি ওয়াল জাতের ৪ দাঁতের এই ষাড়ের মালিক জানান,প্রায় সাড়ে ৩ বছর যাবত কি ঘাস, ভুষি, খইল, খড়সহ কেবলমাত্র দেশীয় ও প্রকৃতি খাবার খাওয়ায়ে অতি যত্নে লালুকে লালন পালন করে আসছেন। বাজারে গোঁ খাদ্যের মৃল্য বৃদ্ধি ও চরম আকার ধারণ করায়, লালুর জন্য প্রতিদিন প্রায় ৫শ,টাকা খরচা করতে হচ্ছে। লালুকে এখন কোন হাটে তোলা হয়নি তবে প্রতিদিন ষাড়টি দেখার জন্য বাড়িতে লোকজন আসছেন। লালুর মালিক শাহজাহান আলী ষাড়টির দাম হাকছেন ৭লাখ টাকা। শাহজাহান আলী বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের মধ্যে পাড়ার মৃত আবুল হোসেন এর ছেলে। তার মোবাইল নং ০১৭৮৯২৯৩৬৪৪

    আরও খবর

    Sponsered content