• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    গুইমারার সিন্দুকছড়িতে মহা উৎসব বৈ-সা-বি উপলক্ষে পালিত হয়েছে মঙ্গল শোভাযাত্রা

      প্রতিনিধি ১২ এপ্রিল ২০২৩ , ১১:৪৯:২৬ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-

    খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়িস্থ সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমার নেতৃত্বাধীন পালিত হয়েছে বৈ-সা-বি পুরাতন বছরকে বিদায় নতুন বছরকে স্বাগত জানিয়ে পালিত হয়েছে ত্রিপুরা সম্প্রদায়ের বৈসু, মারমা সম্প্রদায়ের সাংগ্রাই, চাকমা সম্প্রদায়ের বিঝু, এই তিন সম্প্রদায়ের নাম একত্র করে বলা হয় বৈ-সা-বি, পুনর্মিলনী উৎসব র‌্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পার্বত্য জেলা খাগড়াছড়ির ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উন্নয়ন শীর্ষক কর্মসূচীর অংশ হিসেবে বৈ-সা-বি বর্ণাঢ্য অনুষ্ঠান পরিবেশিত হয়। ১২ এপ্রিল-২০২৩ বুধবার সকালে সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে র‌্যালী নিয়ে বাজার ঘুরে এসে সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিন্দুকছড়ি জোন কমান্ডার, লে. কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি,জি সাথে ছিলেন, মেজর মো. আসাদুজ্জামান খন্দকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা৷ পরিষদের চেয়ারম্যান, মেমং মারমাসহ অন্যান্য অফিসারবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দ। আলোচনায় সভায় প্রধান অতিথি লে. কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি’জি বলেন, ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী তাদের ভাষা-সংস্কৃতি ও অবস্থানকে বৈচিত্রময় করে করে তুলতে প্রতি বছর চৈত্রের শেষ দিন থেকে ‘বৈ-সা-বি’ উৎসব পালন করে থাকে। এই বৈ-সা-বি উৎসবের মধ্য দিয়ে পাহাড়ী-বাঙ্গালীর মধ্যে শান্তি-সপ্রীতি ও ঐক্য আরো সু-দৃঢ় হোক। বাংলাদেশ সেনাবাহিনী সকল ভালো কাজের অংশ হিসেবে আপনাদের পাশে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে।

    আরও খবর

    Sponsered content