• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • বরিশাল

    ভান্ডারিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ জাতীয় পার্টি জেপি’র ১০ নেতাকর্মী জেল হাজতে

      প্রতিনিধি ২২ জুন ২০২৩ , ২:৫১:০০ প্রিন্ট সংস্করণ

    মো আছিফ মল্লিক, জেলা প্রতিনিধিঃ

    পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা আওয়ামীলীগ এর দায়ের করা মামলায় উপজেলা জাতীয় পার্টি জেপি’র সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জলসহ ১০ নেতা কর্মীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

    বৃহস্পতিবার (২২জুন) আদালতে হাজিরা দিতে গেলে পিরোজপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু জাফর নোমান তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। জামিন না মঞ্জুর হওয়া অন্যরা হচ্ছেন উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক রেজাউল হক রেজভী, উপজেলা ছাত্র সমাজের সভাপতি জাহিদুর রহমান সরদার, পৌর ছাত্র সমাজের আহবায়ক মাহবুব শরীফ শুভ, যুব সংহতি নেতা মাসুদ সরদার, মঞ্জু সরদার, লিটন হাওলাদার, জাহিদুর রহমান হাওলাদার, মনির খাঁন ও সাগর তালুকদার।

    মামলা ও আদালত সূত্রে জানাগেছে, গত ১৭ এপ্রিল পিরোজপুরের ভান্ডারিয়ার তেলিখালীতে জাতীয় পার্টি জেপি (মঞ্জু)র একটি ইফতার পার্টি শেষে দলীয় নেতা কর্মীরা ভান্ডারিয়া ফেরার পথে স্থানীয় ছাত্রলীগের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় দলের প্রায় ২৫ নেতাকর্মী আহত হন। এ ঘটনায় আওয়ামীলীগ ২টি এবং জাতীয় পার্টি জেপি ১টি মামলা দায়ের করেন।

    এসময় আওয়ামীলীগ ও ছাত্রলীগের ১২ জন নেতাকর্মী আহত হন। এর কিছু পরে ভান্ডারিয়া জেপির (মঞ্জু) দলীয় নেতা কর্মীরা আওয়ামীলীগ এর দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে। এ ঘটনায় ১৯ এপ্রিল স্থানীয় যুবলীগ নেতা চপল হাওলাদার বাদি হয়ে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলা আদালতে গেলে আসামীরা হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন নেন। জামিনের সময় শেষ হলে আসামীরা পিরোজপুর চীফ জুডিশিয়াল আদালতে জামিন বৃদ্ধির আবেদন জানান। আজ বৃহস্পতিবার শুনানীর তারিখ থাকায় চীফ জুডিশিয়াল মেজিস্ট্রেট মো. আবু জাফর নোমান শুনানী শেষে তাদের জেল হাজতে প্রেরন করেন। পিরোজপুর কোর্ট পুলিশ পরিদর্শক বনি আমিন জানান, বৃহস্পতিবার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করলে, বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

     

    আরও খবর

    Sponsered content