• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    হাটিকুমরুল হাইওয়ে পুলিশের লাঠিচার্জে পা গেল বাস চালকের, সহকারীরা মহাসড়কে যানজট

      প্রতিনিধি ২২ জুন ২০২৩ , ১২:২৫:৪৮ প্রিন্ট সংস্করণ

    মোঃ তারেক রহমান সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

    সিরাজগঞ্জ ঢাকা-বগুড়া মহাসড়কে বগুড়াগামী একটি বাস চালকের সহকারী রুবেলকে পুলিশ সদস্যের বেধরক মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে মহাসড়কে যানজট সৃষ্টি হয়।
    বৃহস্পতিবার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের রয়হাটি জোড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, কোনো কারণ ছাড়াই হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ সদস্য আল- আমিন ময়মনসিংহ টু বগুড়াগামী শামীম এন্টারপ্রাইজ বাস চালকের সহকারীকে লাঠি দিয়ে পেটাতে শুরু করেন। রুবেলের দুই পায়ে গুরুতর আঘাত হয়ে মাটিতে লুটে পড়ে। এসময় বাসের যাত্রী ও স্থানীয় জনতা পুলিশ সদস্যকে ঘেরাও করলে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে আহত রুবেলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
    হাটিকুমরুল হাইওয়ে থানার টিআই মনিরুল ইসলাম যানজটের বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি তুচ্ছ ঘটনা নিয়ে সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়কে যানজট ছিল। তবে এখন যানজট নেই।

    আরও খবর

    Sponsered content