• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    পটিয়ার ধলঘাটে  আদালতের বিচারাধীন জায়গা দখলের চেষ্টা, সংঘর্ষের আশংকা  

      প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২৩ , ৫:৩২:৫০ প্রিন্ট সংস্করণ

    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-

    চট্টগ্রাম পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের দক্ষিণ সমুরা ডেঙ্গাপাড়ায় ১৪৫ ধারা উপেক্ষা করে পটিয়া থানার স্ব -স্ব   অবস্থানে স্থিত থাকার নোটিশেকে অমান্য করে, নির্মান কাজ করার অভিযোগ করেছে  মিচ মামলার বাদি আজিজুর রহমান। তিনি বলেন আদালতের নির্দেশকে বৃদ্ধ আঙ্গুল  দেখিয়ে কাজ করছেন  মোঃ রাসেল গং। মিচ মামলা নং  ৯৮০ /২৩ সূএে জানা য়ায়, স্বপন কুমার গুপ্ত পিতা হিমাংশু বিমল গুপ্ত অপ্রত্যাহারযোগ্য আমমোক্তার অনুবলে   একই গ্রামের শফিকুর রহমান ছেলে   আজিজুর রহমান মালিক হন। গত শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় প্রার্থীকের ভোগ দখলীয় জায়গায় দখল নিতে চেষ্টা করেন মোঃ রাসেল গং। প্রার্থীকে আমোক্তার দানকারী স্বপন কুমারের নামে নামজারী জমা ভাগ মামলা নং ৭২১/১৩ মূলে ৪৬৬ নং খতিয়ান সৃজিত হয়ে। উক্ত জায়গায় ভোগ দখল সরকারি খাজনাদি পরিশোধ করে স্থিত রয়েছেন আমোক্তারনামা  নেওয়া আজিজুর রহমান। কিন্তু প্রতিপক্ষরা তা না মেনে গায়ের জোরে প্রার্থীকের জায়গা জোর পূর্বক দখল করার পায়তারা করার চেস্টা করলে মিছ মামলাটি আনয়ন করেন। উক্ত মামলায় অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট আদালত, দখল ও মালিকানার বিষয়ে সহকারী কমিশনার ভূমিকে প্রতিবেদন দিতে বলেন এবং পটিয়া থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে বলেন।। এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা   পটিয়া থানার এ এসই মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্হলে ১৬ সেপ্টেম্বর দুই দফা যায় নির্মাণ কাজ করার কোন সত্যিতা পায়নি যদি পাই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

     

    আরও খবর

    Sponsered content