• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    একাটুনা ইউনিয়নে ১ হাজার ১৮ পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফের চাল

      প্রতিনিধি ২৫ জুন ২০২৩ , ৮:৪৭:৫৫ প্রিন্ট সংস্করণ

    খালেদ আহমেদ: মৌলভীবাজার প্রতিনিধি

    আসন্ন ঈদ উপলক্ষে একাটুনা ইউনিয়নের ১০১৮ জন দুঃস্থ হত দরিদ্র অসহায় মানুষজন পেল প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার ভিজিএফ এর চাল। ঈদ আনন্দ ভাগাভাগি করতে ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোঁটাতে ভিজিএফের এ চাল বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    ২৫ জুন (রবিবার) সকালে মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিক কার্যক্রমের মধ্য দিয়ে চাল বিতরণ শুরু হয়। আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু সুফিয়ান।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ।

    প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়ে ইউনিয়নের একজন বৃদ্ধমহিলা বলেন, ঈদ ঘরে চাল নাই খুবই দুশ্চিন্তায় ছিলাম,ঈদে কি খাবো আজ ভিজিএফের চাল পেয়ে চিন্তা দুর হলো। ৬নং ওয়ার্ডের একজন উপকারভোগী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন এই ঈদে প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুবই খুশি।

    ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলেন, অসহায় ও দুঃস্থ পরিবারের ঈদ আনন্দ যাতে নিরানন্দে পরিণত না হয় সে লক্ষ্যে বরাবরই কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের অন্যতম জনবহুল দারিদ্র্য জনগোষ্ঠীর কথা চিন্তা করে প্রতি ঈদে বিভিন্ন সহযোগিতার পাশাপাশি ভিজিএফ কার্ডের সুবিধা দেন তিনি। এরই ধারাবাহিকতায় দেশের প্রতিটি দুঃস্থ ও অসহায় পরিবারের হাতে ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে ভিজিএফের চাল তুলে দেয়া হচ্ছে।

    আরও খবর

    Sponsered content