• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    সাঘাটায় ভিজিএফ’র চাল জব্দের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

      প্রতিনিধি ২৫ জুন ২০২৩ , ৩:১২:৪৪ প্রিন্ট সংস্করণ

    মোস্তাকিম রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

    গাইবান্ধার সাঘাটা উপজেলার ১০নং বোনাপাড়া ইউনিয়ন পরিষদের হতদরিদ্রদের বরাদ্দকৃত ঈদুল আযহা উপলক্ষে সরকারি ভিজিএফ’র ১১ বস্তা চাল স্থানীয় ব্যবসায়ী হালিমের নিকট কালোবাজারে বিক্রি কালে জনতা কতৃক আটকের ঘটনায় দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জুন) সকালের দিকে সাঘাটা উপজেলা পরিষদ চত্বরে অত্র ইউপি সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    এতে বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ মোখলেছুর রহমান, আওয়ামী লীগ নেতা মোসলেম উদ্দিন বাবলু, সাইফুল ইসলাম , উপজেলা ওয়াকাসপার্টির মাছুদুর রহমান মাছুদ, জাহিদ মাহবুব ডালিম, শাহজাহান পলাশ, আজাদুল ইসলাম আজাদ, আশিকুর রহমান আশিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন প্রমূখ। উল্লেখ,গত ২২ জুন (বৃহস্পতিবার) সাঘাটা উপজেলা চাল ব্যবসায়ী সমিতির সভাপতি হালিম এর গোডাউনে ঢুকানোর সময় জনতার হাতে সরকারি বরাদ্দকৃত ভিজিএফ’র ১১বস্তা চাল আটক করা হয়।

    পরে, স্থানীয় লোকজন সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলীকে অবহিত করলে। তিনি ঘটনাস্থলে এসে ১১বস্তা চালডহ ভ্যানগাড়িটি জব্দ করেন ।

    বক্তৃতারা বলেন, জব্দকৃত চাল কালোবাজারের সাথে জড়িতদের শাস্তির দাবি জানান তারা।

    আরও খবর

    Sponsered content