• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • আইটি বিশ্ব

    চট্টগ্রামের গোঁয়াছি বাগানের অবৈধ স্থাপনা উচ্ছেদ

      এস এম রমজান আলী, ব্যুরো চীফ ২১ মার্চ ২০২৩ , ১০:৫৬:১৬ প্রিন্ট সংস্করণ

    চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চীনের অর্থায়নে নির্মিত হতে যাওয়া বার্ন ইউনিটের জন্য প্রস্তাবিত স্থান গোঁয়াছি বাগান এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছেন জেলা প্রশাসন।মঙ্গলবার (২১ মার্চ) চট্টেশ্বরী রোডের গোঁয়াছি বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানিয়েছেন , বার্ন ইউনিট প্রকল্পের জন্য নির্ধারিত স্থানটিতে অবৈধ স্থাপনা ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সরে যেতে নির্দেশ দিলেও নির্ধারিত সময়ে তারা সরে না যাওয়ায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

    চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, গত ১ ফেব্রুয়ারি স্থাপনা সরাতে স্টাফদের নোটিশ প্রদান করা হয়। চীনের প্রতিনিধি দল দ্রুত কাজ শুরু করতে চায়। কিন্তু তারা নিজে থেকে সরে না যাওয়ায় জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।

    উল্লেখ্য, চমেক হাসপাতালে পেছনে গোঁয়াছি বাগান এলাকায় প্রায় এক একর জায়গায় নির্মাণ হবে বার্ন ইউনিট। প্রকল্পটিতে ১৫০টি শয্যা থাকবে। তার মধ্যে ২০টি আইসিইউ, শিশুদের জন্য ৫টি আইসিইউ, ২৫টি এইচডিইউ ও ২টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার থাকবে। প্রকল্পের বাজেট ধরা হয়েছে ১৮০ কোটি টাকা।

    আরও খবর

    Sponsered content