• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    আখাউড়া-আগরতলা রেলপথ উদ্বোধনের লক্ষ্যে পরিদর্শন

      প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৩ , ২:০২:৩৫ প্রিন্ট সংস্করণ

    ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

    ব্রাহ্মণবাড়িয়া বহুল কাঙ্ক্ষিত আখাউড়া-আগরতলা রেলপথ উদ্বোধনের লক্ষ্যে সবধরনের প্রস্তুতি নিচ্ছে প্রকল্প সংশ্লিষ্টরা।
    শনিবার (০২ সেপ্টেম্বর) দুপুরে প্রকল্পের কাজ পরিদর্শন করে রেলওয়ের একটি প্রতিনিধি দল। এর নেতৃত্ব দেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. ইয়াছিন। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা আখাউড়া – আগরতলা রেলপথের প্রারম্ভিক স্টেশন আখাউড়ার গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন থেকে ট্র্যাক কারে করে ভারত সীমান্তবর্তী শিবনগর পর্যন্ত ঘুরে দেখেন। চলতি সেপ্টেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি আখাউড়া – আগরতলা রেলপথটি উদ্বোধন করার কথা রয়েছে। পরিদর্শন শেষে আখাউড়া – আগরতলা রেলপথ প্রকল্পের পরিচালক আবু জাফর মিয়া বলেন, প্রকল্পের ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে। খুব শীঘ্রই এটি উদ্বোধন করা হবে। প্রসঙ্গত, ২০১৮ সালের জুলাইয়ে ভারতের ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সম্যাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড প্রকল্পের কাজ শুরু করে।
    ১২ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ এ রেলপথের বাংলাদেশ অংশে রয়েছে ছয় দশমিক ৭৮ কিলোমিটার। বাংলাদেশি অংশে রেলপথ নির্মাণে ব্যয় হচ্ছে ২৪১ কোটি টাকা।

    আরও খবর

    Sponsered content