• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ইসলামী জীবন

    বালিয়াডাঙ্গী এলাকাবাসী -কে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জ্ঞাপন করেছেন আলম হোসেন (ডন )

      প্রতিনিধি ২৬ জুন ২০২৩ , ৪:২৭:৪৯ প্রিন্ট সংস্করণ

    মোহাম্মদ মিলন আকতার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

    বালিয়াডাঙ্গী উপজেলাবাসী -কে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জ্ঞাপন করেছেন জাতীয় যুব সংহতি বালিয়াডাঙ্গী উপজেলার সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য পাড়িয়া ইউনিয়ন পরিষদ এর আলম হোসেন (ডন) । সকলকেই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন। সব ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে জড়ানোর দিন; সাম্য, সৌহার্দ্য, ভালোবাসা, মিলনের দিন।
    “কুরবাণীর মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আয্হা মুসলিম জাতির দ্বারে সমাগত। পবিত্র ঈদুল আযহার মহান আদর্শ, শিক্ষা, চিন্তা ও কর্মে প্রতিফলন করতে হবে।
    ত্যাগের মহিমায় মহিমান্বিত প্রতি বছর ঈদুল আযহা ফিরে আসে। স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির শিক্ষা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া কর্তব্য। ‘‘প্রতিবছর ঈদ আসে জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম -প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে৷ তাই এ দিন সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হবার দিন ৷ ঈদু’ল আয্হার শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলিত করা কর্তব্য ।প্রতিবছরের ন্যায় এবারও সমগ্র মুসলিম জাতি ঈদ উদযাপন করবে ‌।
    আত্মিক পরিশুদ্ধির ফলে দূর হয়ে যাবে সব সংকীর্ণতা ভেদাভেদ, অন্যায়, অবিচার, ঘৃণা, বিদ্বেষ, হিংসা। ঈদ যে আনন্দের বার্তাবয়ে এনেছে, তার মর্মমূলে আছে শান্তি ও ভালোবাসা। পরস্পরের বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠার এক মহান উপলক্ষ ঈদ। ঈদুল আযহার আগমনী সুরে বেজে চলেছে মানুষে মানুষে মিলনের এই আকুতি।
    পরিশেষে, ঈদ সামষ্টিক জীবনে যে মিলন ও শুভবোধের চর্চার দৃষ্টান্ত স্থাপন করে, তা সঞ্চারিত হোক সবার প্রতিদিনের ঈদ হোক জীবনকে নবায়ন করার আহ্বান। ঈদের আনন্দ হোক সর্বজনীন ।

    আরও খবর

    Sponsered content