• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • উদ্ভাবন

    পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বেকার যুব-যুব মহিলাদের আত্ম-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণের কার্যক্রম অনুষ্ঠিত 

      প্রতিনিধি ২৬ জুন ২০২৩ , ১:১২:৩৬ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-

    পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকরণ প্রকল্পের প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ করা হয়েছে।২৬ জুন-২০২৩ সোমবার বেলা ১১ টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্ণফুলী সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকরণ প্রকল্পের প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, নিখিল কুমার চাকমা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব)।উক্ত অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বলেন, আইসিটি বিষয়ে প্রশিক্ষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উল্লেখ যোগ্য হচ্ছে প্রশিক্ষণার্থীরা আইসিটি কম্পিউটারের উপর প্রশিক্ষণ নিয়ে আত্মবিশ্বাস বেড়েছে। নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলতে পেরেছে।তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড শুধু সড়ক যোগাযোগ, কৃষি, শিক্ষা, সমাজ কল্যাণ, ক্রীড়া ও সংস্কৃতি, অবকাঠামো উন্নয়ন করেনি বরং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বেকার যুব-যুব মহিলাদের আত্ম-কর্মসংস্থান সুযোগ সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এটা আজ প্রমাণ হয়েছে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বেকার যুব-যুব মহিলাদের আত্ম-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তিন পার্বত্য জেলায় আইসিটি বিষয়ের উপর প্রশিক্ষণের কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। কম্পিউটার বিষয়ে যারা প্রশিক্ষিত ও প্রশিক্ষণ গ্রহণ করেছে তাদের আয় উপার্জনের সুবিধার্থে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ে ইনকিউবেটর স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

    এতে কম্পিউটার বিষয়ে দক্ষ ও প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষণার্থীরা ইনকিউবেটর ব্যবহারে সুযোগ পাবে। কম্পিউটার বিভিন্ন বিষয়ে ১৮০ দিন কার্য দিবস সম্পন্ন শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আরও সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন অর রশীদ (উপসচিব), সদস্য প্রশাসন ও সদস্য পরিকল্পনা মো. জসীম উদ্দিন (উপসচিব), পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক ও মংছেনলাইন রাখাইন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, বাজেট ও অডিট অফিসার মো. নুরুজ্জামান, তথ্য অফিসার ডজী ত্রিপুরাসহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন কিরে বোর্ডের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, ত্রি-মাত্রিক প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক, মো. ওমর ফারক, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থীবৃ্ন্দ উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content