• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ইসলামী জীবন

    ঈদুল আযহা উপলক্ষে জনসাধারনকে শুভেচ্ছা জানিয়েছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ

      প্রতিনিধি ২৮ জুন ২০২৩ , ৭:০৩:৪৫ প্রিন্ট সংস্করণ

    মারুফ সরকার,স্টাফ রির্পোটার:

    পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জনসাধারনকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ চেয়ারম্যান ইমাম আবু হায়াত ও মহাসচিব শেখ রেহান আফজাল (রাহবার)। তারা বলেছেন, ঈদুল আযহা ত্যাগ, ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং ভালোবাসার দীক্ষা দেয়।

    ঈদ উপলক্ষে বিশ্বের সব প্রান্তে অবস্থানরত মুসলমানদের প্রতি অভিনন্দনও জানান তিনি। বলেন, মহান ত্যাগের মহিমায় ভাস্বর এই দিনে বিশ্ব মুসলিম উম্মাহর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সমৃদ্ধি কামনা করছি। তারা আরও বলেন, প্রতীকী পশু কোরবানির সাথে অন্তরের পশুত্বকেও কোরবানি দিতে শিক্ষা দেয় পবিত্র ঈদুল আযহা।

    ঈদুল আযহা আমাদের মাঝে প্রতিবছর ফিরে আসে ত্যাগ, ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি ভালোবাসার দীক্ষা দিতে। ঈদুল আযহার ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে সবার প্রতি উদাত্ত আহবান জানাই। কল্যাণময় সমাজ গঠনে পরম সহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থানসহ মানবাধিকার সমুন্নত রাখাতে ঈদুল আযহা অনুপ্রেরণা হয়ে আছে।

    আরও খবর

    Sponsered content