• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    গোবিন্দগঞ্জে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দ্বন্দ্বে মারপিটে গুরুতর আহত ৩

      প্রতিনিধি ১ জুলাই ২০২৩ , ৩:৪৬:১২ প্রিন্ট সংস্করণ

    মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বসতবাড়ির জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দ্বন্দ্বে মারপিটের ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছে।আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে একজনের অবস্থা শংকটাপন্ন হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (৩০ জুন) বিকাল সাড়ে ৪টায় উপজেলার কোচাশহর ইউপির রতনপুর (বুনাতলা) গ্রামে এঘটনাটি ঘটে। ওই গ্রামের নজরুল ইসলামের সাথে প্রতিবেশি মৃত নজমল হকের ছেলে আনারুল ও এরশাদুলের সাথে বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বে মারপিটের ঘটনা ঘটে। প্রতিপক্ষের সংঘবদ্ধ আক্রমনে নজরুল ইসলাম, তার স্ত্রী ও ভাবী গুরুতর আহত হয়। আহতদের মধ্যে নজরুল ইসলাম (৬৫) এর অবস্থা শংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া মেডিকেলে পাঠানো হয়। অন্যান্যদের মধ্যে নজরুলের ছেলে, মেয়ে ও ভাই এলোপাথারি মারপিটে ছেলা-ফোলা জখমে আহত হয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছে।

    এ ঘটনায় রাতেই আহত নজরুল ইসলামের ছেলে মমিনুল ইসলাম ওরফে মোশাররফ প্রতিপক্ষ আনারুল, এরশাদুল, রায়হান, মিঠু, লিটনদের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৫/৭ জনকে অভিযুক্ত করে গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দিয়েছে।

    অভিযোগ জমার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম জানান, সরেজমিনে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আরও খবর

    Sponsered content