• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রংপুর

    শিক্ষক আন্দোলনের ইতিহাস কি কলঙ্কিত অধ্যায় রচনা করেই ক্ষান্ত হবে 

      প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৩ , ২:২০:৪৮ প্রিন্ট সংস্করণ

    আল মুমিন সিনিয়র স্টাফ রিপোর্টর গাইবান্ধা

    ২০২১ সালের অক্টোবর মাস থেকে বঞ্চিত নিবন্ধিত শিক্ষকদের পক্ষ থেকে সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন এর মধ্য দিয়ে শুরু হলো আন্দোলনের সূত্রপাত। ৬৪ জেলার ডিসিদের মাধ্যমে একযোগে স্মারকলিপি প্রদান এবং এ পর্যন্ত তিনবার সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রের সকল কর্তৃপক্ষের কাছে জানান দেয়া হয়েছে তবুও কর্ণপাত করেনি কোনো কর্তৃপক্ষ, ফলে উপায়ন্তর না পেয়ে ৫ জুন ২০২২ইং তারিখ হতে শুরু হলো সারাদেশ থেকে বঞ্চিত মানুষের অধিকার আদায়ের সংগ্রাম চারুকলা ইনস্টিটিউট সংলগ্ন কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সামনে জীবনযুদ্ধ,, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণ- অনশন কার্যক্রম,
    একে একে দিন যায়, ক্ষণ যায় এভাবে পেরিয়ে গেল ১৯৯ তম দিন,ধৈর্যের বাঁধ ভেঙে যখন আমরা জীবন্ত লাশ হয়ে শাহবাগ এর জরাজীর্ণ নর্দমার পাশে কৃষ্ণচুড়া গাছের ছাযায় নিরবে হতাশার প্রহর গুনে মূর্ছনায় কাতর,তারপর আমরা কয়েকজন সিদ্ধান্ত নিলাম এভাবে আর তর সইছে নাহ,, যে করেই হোক না কেনো শিক্ষা মন্ত্রী মহোদয় এর সাথে সাক্ষাৎ করতেই হবে, নাহলে পরে দাবি আদায় অসম্ভব। যথারীতি ২১ ডিসেম্বর ২০২২ ইংরেজি খ্রীস্টাব্দে আমরা হাজার হাজার নিরীহ নিয়োগ বঞ্চিত নিবন্ধন সনদধারী অত্যন্ত সুশৃঙ্খলভাবে পদযাত্রার মাধ্যমে শিক্ষা মন্ত্রী মহোদয় সাক্ষাৎ পেতে যখন আমরা যাত্রা শুরু করি তখনই বাধে বিপত্তি, শুরু হলো নিরীহ অবলা মানুষ গড়ার কারিগরদের উপর অমানুষিক পুলিশি নির্যাতনের ষ্টীম রোলার,, আমি ( ইয়াছিন) ও সভাপতি আমির হোসেন সহ শতাধিক শিক্ষক হতাহত হই, এদের অনেককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হলো, অন্যদিকে বেকারত্ব ঘোচাতে আমরা মরণপ্রান চেষ্টা করছি যেভাবে হোক না কেনো শিক্ষা মন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে হবে। কিন্তু বিধিবাম শিক্ষা মন্ত্রী সাক্ষাৎ না দিয়ে রাষ্ট্রীয় ব্যস্ততার অযুহাতে ২৯/৩০ ডিসেম্বর, ২০২২ ইংরেজি খ্রীস্টাব্দে আমাদের সাথে আলোচনা করবেন বলে আশ্বস্ত করেন,, আমরা মন্ত্রী মহোদয় এর কথায় সেই দিন কর্মসূচি স্থগিত করে বাসায় ফিরলাম। এরপর ২৯ ডিসেম্বর ২০২২ তারিখ পেরিয়ে, ৩০ ডিসেম্বর মন্ত্রী মহোদয় কে ফোন দিলে, মন্ত্রী মহোদয় আবারো ব্যস্ততার কথা জানিয়ে বললেন ২/১ দিনের মধ্যে তোমাদের সাথে আলোচনায় বসবো। ২ জানুয়ারি, ২০২৩ ইংরেজি খ্রীস্টাব্দে হঠাৎ করে সকাল এগারোটায় আমাকে( ইয়াছিন) ফোনে মন্ত্রী মহোদয় বললেন, আজই বেলা তিনটায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আলোচনা করা হবে। আমরা রাজি হইলাম, শুধু বাংলা নয়, সারা দুনিয়ায় এমন কোনো নজির আমার জানা নেই, আন্দোলন করে ন্যায্য দাবি আদায় হয়নি, সকল সভ্য রাষ্ট্রে আন্দোলনের কথা শুনলে ন্যায্য দাবী পূরণ করে। অথচ সারা পৃথিবীর ইতিহাসে ২ জানুয়ারি, ২০২৩ ইংরেজি খ্রীস্টাব্দ কি শুধু আলোচনার নাম করে কলঙ্কিত অধ্যায় রচনা করেই ক্ষান্ত হবে। নাকি ন্যায্য কোনো দাবী শিক্ষকদের আন্দোলনের মাধ্যমে আদায় করতে হবে না, মাননীয় প্রধানমন্ত্রীর এই কথা প্রতিপালিত হওয়ার মধ্য দিয়ে, শিক্ষক আন্দোলন এর যবনিকাপাত ঘটবে।

    আরও খবর

    Sponsered content