• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    ফুলছড়িতে অ্যালকোহল পানে ১ জনের মৃত্যুঃ ৩ জন অসুস্থ

      প্রতিনিধি ২ জুলাই ২০২৩ , ১:৩৭:৩১ প্রিন্ট সংস্করণ

    মো:সৈকত জামান প্রিন্স,ফুলছড়ি-প্রতিনিধি:

    গাইবান্ধার ফুলছড়ির পারুলের চরে অ্যালকোহল পানে হানিফ মিয়া (৩৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন অসুস্থ অবস্থায় সাঘাটা ও গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হানিফ মিয়া উপজেলার ফজলুপুর ইউনিয়নের দক্ষিণ খাটিয়ামারী গ্রামের মনু মিয়ার পুত্র বলে জানা গেছে।
    জানা যায়, শনিবার দুপুরে হানিফ মিয়া তার শশুরবাড়ী উপজেলার ফুলছড়ি ইউনিয়নের পারুল গ্রামে আব্দুল মান্নান মিয়ার বাড়িতে ঈদের দাওয়াত খেতে আসেন। একই সাথে আসেন আরেক জামাই ফজলুপুর ইউনিয়নের খাটিয়ামারি গ্রামের আফছার মুন্সীর পুত্র আব্বাস উদ্দিন (৩২)। ফুলছড়ি ইউনিয়নের দেলুয়াবাড়ী থেকে আসেন আরেক আত্বীয় শফিকুল ইসলাম (৩৪)। দুপুরের খাবার শেষে দুই জামাই হানিফ মিয়া, আব্বাস উদ্দিন, আত্বীয় শফিকুল ইসলাম ও আব্দুল মান্নান মিয়ার পুত্র সেবার উদ্দিন (৩৫) আনন্দ-ফুর্তি করার জন্য একটি ঘরের ভিতর অ্যালকোহল পান করেন।
    এর কিছুখন পরে হানিফ মিয়া অসুস্থ হয়ে পড়লে তার বাড়িতে খবর দেওয়া হয়। তার বাবা মনু মিয়া এসে ছেলে হানিফ মিয়াকে বাড়িতে নিয়ে যায়। অপর ৩ জনও অসুস্থ হয়ে পড়লে শফিকুল ইসলামকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আব্বাস উদ্দিন ও সেবার উদ্দিনকে গাইবান্ধা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। তারা এখনও চিকিৎসাধীন রয়েছে।
    এদিকে রাত ১১টার দিকে হানিয় মিয়া নিজ বাড়িতে মারা যায়। রবিবার সকালে ফুলছড়ি থানার পুলিশ মৃতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠিয়েছে।
    অসুস্থ আব্বাস উদ্দিনের চাচা আকবর হোসেন বলেন, হঠাৎ করে বমি শুরু হলে ওই রকমে মোটরসাইকেল যোগে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করানো হয়। মদ খাওয়া ফলে এরকম হয়েছে কি না প্রশ্ন করলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান। হানিফ মিয়ার বাবা মনু মিয়া বলেন, তাঁর ছেলে অসুস্থ হয়ে মারা গেছেন। ছেলের মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারের কোনো অভিযোগ নেই।
    গাইবান্ধা সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা: এস.এম তানভীর রহমানের সাথে যোগাযোগ করা তিনি বলেন, অ্যালকোহল জাতীয় কিছু পান করার কারণে হানিফের মৃত্যু হয়েছে।
    এ ব্যাপারে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজব আলী বলেন, ‘ময়না তদন্তে রির্পোটে উল্লেখ করা হয়েছে স্পিরিট জাতীয় অ্যালকোহল পানে তার মৃত্যু হয়েছে। তার পরিবারের কোন অভিযোগ নেই। হানিফের বাবা মনু মিয়া একটি ইউডি মামলা দায়ের করেছে।

    আরও খবর

    Sponsered content