• Archive Calendar

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    পাবনা জেলা গোয়েন্দা পুলিশের পৃথক পৃথক অভিযানে ১টি ওয়ান শুটারগান,৩ রাউন্ড কার্তুজ এবং ৭৫০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার ৩

      প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২৪ , ৫:২৬:৪৩ প্রিন্ট সংস্করণ

    পাবনা থেকে শরিফুল ইসলামঃ-

    পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক পৃথক তিনটি অভিযান পরিচালনা করে একজনকে একটি আগ্নেয়াস্ত্র ওয়ান শুটারগান ও ৩ রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার এবং বাকি দুজনের কাছ থেকে ৭৫০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেছে পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

    পাবনা জেলাকে অপরাধ ও মাদক মুক্ত করার লক্ষ্যে পাবনা জেলার পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আলম এর সার্বিক তত্বাবধানে এবং ডিবি পুলিশের ওসি মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে গতকাল ১১ই জানুয়ারি ২০২৪ তারিখে ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র)সাগর কুমার সাহা,
    এএসআই(নিরস্ত্র)মোঃ সুলতান আলী শেখ সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার সদর থানাধীন দিলালপুর মোহন আটার মিল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে একটি আগ্নেয়স্ত ওয়ান শুটার গান ও তিন রাউন্ড কার্টুন সহ পাবনা সদর থানার দক্ষিণ রাঘবপুর (আনন্ত বাজার) এলাকার মোঃ আবুল কালাম আজাদের ছেলে মোঃ আরাফাত হোসেন সজল (২৪) নামের একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

    পাবনা জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশের অপর একটি টিম এসআই(নিরস্ত্র)মোঃ জাহাঙ্গীর আলম এএসআই(নিরস্ত্র)মোঃ আমিনুর রহমান, এএসআই(নিরস্ত্র) মোঃ মামুন অর রশিদ সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার সদর থানাধীন মহাদেবপুর এলাকায় অভিযান পরিচানা করে পাবনা সদর থানার মহাদেবপুর গ্রামের মোঃ কাশেম খাঁর ছেলে আব্দুল হালিম (৩৬) নামের
    একজন মাদক ব্যবসায়ীকে ৫০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেছে পাবনা জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশ।

    অপর একটি টিম এসআই(নিঃ) মাহমুদুর রহমান, এএসআই(নিরস্ত্র) মোঃ মোয়াজ্জেম সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার সদর থানাধীন জালালপুর নতুনপাড়া এলাকায় অভিযান পরিচানা করে পাবনা সদর থানার জালালপুর নতুনপাড়া গ্রামের মৃত শাহাদত খাঁ ও মোছাঃ জোছনা বেগমের ছেলে আশরাফুল ইসলাম (২৭) নামের আরও একজন মাদক ব্যবসায়ীকে ২৫০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে ডিবি পুলিশ।

    এ বিষয়ে আসামীদের বিরুদ্ধে পাবনা সদর থানায় পৃথক পৃথক অস্ত্র আইনে এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ডিবি পুলিশের ওসি মোঃ এমরান মাহমুদ তুহিন।

    আরও খবর

    Sponsered content