• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    রাঙামাটিতে দীপংকর তালুকদার এমপি’র দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় সংঘদান, অষ্টপরিস্কার দান করেছেন আ: লীগের সদস্য সুজন চাকমা

      প্রতিনিধি ২ জুলাই ২০২৩ , ৮:৪২:৫২ প্রিন্ট সংস্করণ

    হারাধন কর্মকার রাজস্থলী:

    জগতের সকল প্রাণির হিত মঙ্গল সুখ কামনায় ও রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি’র দীর্ঘায়ু এবং মঙ্গল কামনায় সংঘদান, অষ্টপরিস্কার দান, বুদ্ধমূর্তি দান, হাজার বাতি দানসহ নানাবিধ দান করেছেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির কার্যনির্বাহী সদস্য সুজন চাকমা। গত শনিবার (১ জুলাই ) সকালে কাপ্তাই উপজেলার চিংম্রং বৌদ্ধ বিহারে সুজন চাকমা এই সংঘদান, অষ্টপরিস্কার দান, বুদ্ধমূর্তি দান, হাজার বাতি দানসহ নানাবিধ দান ও পূণ্যানুষ্টান করেন।
    একই সাথে তিনি পূণ্যানুষ্টান পরবর্তী বুদ্ধের শাসনে দুর্লভ প্রব্রজ্যা গ্রহণ করেছেন ও প্রব্রজিত হন। পঞ্চশীল প্রার্থনা ও দশশিক্ষা গ্রহণের মধ্যে দিয়ে ৩ দিনের ধর্মীয় অনুশাসনে নিজেকে নিয়োজিত করেন সুজন চাকমা।এ সময় চিংম্রং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উঃ পামোক্ষা মহাথের, ও উপাধ্যক্ষ, রাঙামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশসহ অন্যান্য বৌদ্ধ ভিক্ষুরা উপস্থিত ছিলেন।এই তিন দিন গৌতম বুদ্ধের ধ্যাণ জ্ঞানের আলোকে বিশ্ব শান্তি, দেশের শান্তি এবং মঙ্গল ও উন্নতি এবং দীপংকর তালুকদার এমপি’র দীর্ঘায়ু এবং মঙ্গল কামনায় প্রার্থনা করবেন তিনি।সুজন চাকমা জানান, পাহাড়ের সাধারণ মানুষের জন্য ও পাহাড়রে উন্নয়নের রুপকার ও উন্নয়নের প্রতীক হিসেবে দীপংকর তালুকদার এমপি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পাহাড়ের মানুষের সঙ্গে সার্বক্ষণিক অনুপ্রেরণা হয়ে আছেন নির্মোহ এবং জনহিতৈষী এই ব্যক্তিত্ব। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার ও দীপংকর তালুকদার এমপি’র ঐকান্তিক প্রচেষ্টায় পার্বত্য অঞ্চলে ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট সহ সবচেয়ে বেশি উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদিত হয়েছে এবং পাহাড়ে এই উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা আগামীতেও চলমান রাখতে হলে তার সুস্থ্য থাকা জরুরী। তার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনায় সংঘদান, অষ্টপরিস্কার দান, বুদ্ধমূর্তি দান, হাজার বাতি দানসহ নানাবিধ দান করেন এবং সকলের কাছে আশীর্বাদ কামনা করেন তিনি ।

    আরও খবর

    Sponsered content