• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    অবশেষে দীর্ঘকাল পর ঈদগাঁওর নাসী খালে ব্রীজ টেন্ডার

      প্রতিনিধি ৩ জুলাই ২০২৩ , ৫:২০:১৪ প্রিন্ট সংস্করণ

    এম আবু হেনা সাগর,ঈদগাঁও

    নানা কল্পনা ঝল্পনার অবসান ঘটিয়ে এবার ঈদগাঁও উপজেলার মাইজপাড়া-মেহেরঘোনা-কলেজ গেইট সংযোগ পথ (নাসী খালে) ব্রীজ টেন্ডার হয়েছে। এমন খবরে খুশিতে উৎফুল্ল হন স্থানীয় লোকজন।

    জানা যায়, সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের সার্বিক সহযোগিতায় ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ আলমের প্রচেষ্টায় পাঁচ কোটি টাকায় নাসী খালে ব্রীজের টেন্ডার সম্পন্ন হয় ২রা জুলাই।

    সূত্র মতে, পূর্বেকার দিনে ঈদগাঁও ইউনিয়নের মাইজ পাড়া ও মেহেরঘোনা খালের উপর একটি ব্রীজের অভাবে দু’পাড়ের দশ হাজারেরও বেশি মানুষের জীবন যাত্রায় নেমে এসেছিল চরম দুর্ভোগ। লোকজন মারা গেলে কবরস্থানে যাওয়া অনেকটা কষ্ট সাধ্য হয়ে পড়ে। কৃষি কাজ, ব্যবসা-বাণিজ্য ও যাতায়াতসহ নানান কাজকর্মে স্থবিরতা নেমে এসেছিল।

    কাঠের সাঁকোটি পার হয়ে মাইজ পাড়াসহ বৃহত্তর এলাকার বিভিন্ন গ্রামাঞ্চলের মানুষ প্রয়োজনে কাজকর্মে চলাফেরা করে যাচ্ছে বহুকাল যাবত ধরে। দীর্ঘবছর পর টেন্ডারের মাধ্যমে পূর্ণ হলো ব্রীজ নির্মাণের স্বপ্ন। আশ্বাসের বাণী এখন সত্য রুপে প্রমানিত হল। যার ফলে ডিজিটার যুগে উন্নয়নে যোগাযোগ ব্যবস্থার আরেক ধাপ উম্মোচিত হয়েছে।

    এলাকার লোকজন জানান, ব্রীজের অভাবে বহুদিন ধরে চলাচলে কষ্ট পেয়েছে লোকজন। যানচলাচল করতে পারেনি বহুবছর। কাঠের সাঁকো দিয়ে কোন রকম পার হতে হয়েছে লোকজনকে।

    বর্ষা মৌসুসে বন্যার পানির তোড়ে কাঠের সাকোঁটি ভেসে নিয়ে যায়। পরে এলাকাবাসীর সহায়তার কোন রকম সাঁকো নির্মান করে। বর্ষা আর শুল্ক মৌসুমে সাঁকোটি ভাঙ্গাগড়া চলে। এলাকাবাসীকে মরণ দশায় ভোগতে হল প্রতিক্ষনে প্রতিমুহুর্তে।

    ঈদগাঁও আওয়ামীলীগ সভাপতি তারেক আজিজ জানান, সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের সহযোগিতায় নাসী খালে ব্রীজের টেন্ডার হয়। কৃতজ্ঞতা প্রকাশ সাংসদের প্রতি।

    ইউপি চেয়ারম্যান ছৈয়দ আলম নাসী খালে পাঁচ কোটি টাকার ব্রীজ টেন্ডারের সত্যতা নিশ্চিত করেন।

    আরও খবর

    Sponsered content