• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    বিট পুলিশিংয়ের মাধ্যমে সমাজ থেকে অপরাধ নির্মুল করা সম্ভব- ওসি শাহ কামাল আকন্দ

      প্রতিনিধি ৫ জুলাই ২০২৩ , ৫:২৮:৪৭ প্রিন্ট সংস্করণ

    এনামুল হক ছোটন, ময়মনসিংহ :

    বিট পুলিশিংয়ের মাধ্যমে সমাজ থেকে অপরাধ নির্মুল করা সম্ভব। বুধবার ৬ নং চর ঈশ্বরদিয়া ইউনিয়নে বিট পুলিশিং সভায় অতিথির বক্তব্যে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ এসব কথা বলেন।
    এছাড়াও সভায় এলাকায় চুরিসহ সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রণে মাদক জুয়া বাল্য বিয়ে প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি তিনি জানান, দেশের আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্বাভাবিক না থাকলে উন্নয়ন সম্ভব নয়। আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখতে মাদক ব্যবসায়ী, চোর. গরু চোর, ছিনতাইকারী, জুয়াড়ি, কিশোর অপরাধী, বাল্য বিবাহ, প্রতারকসহ অপরাধীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে হবে। এ সব অপরাধীদের গ্রেফতারে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। তথ্যদাতাদের নাম গোপন থাকবে।
    ওসি আরো বলেন, করোনাকালে সন্তান যখন মাকে ফেলে পালিয়ে গেছে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। এটাই প্রমাণ করে পুলিশ জনতার। সকলকে পুলিশের কাজে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, বিট পুলিশিংয়ের মাধ্যমে সমাজ থেকে অপরাধ নির্মুল করা সম্ভব। সম্পর্কের গতি যত বাড়বে পুলিশের সাথে জনগণের সম্পর্ক ততোটাই মজবুত হবে। বিট অফিসারকে সহযোগিতা করুন, ছোট খাট অপরাধের জন্য মামলা না করে স্থানীয়ভাবে মিমাংসা করার উপর তাগিদ দেন। সভায় উপস্থিত ছিলেন ৬ নং চর ইশ্বরদিয়া ইউনিয়ন এর চেয়ারম্যান সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ এবং বিট পুলিশিং এর সাথে জড়িত সদস্যগণ সহ এলাকায় শত শত মানুষ।

    আরও খবর

    Sponsered content