• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    গাইবান্ধায় সেপটিক ট্যাংকে পড়ে পরিছন্নতাকর্মীর মৃত্য

      প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২৩ , ৯:৩২:০৩ প্রিন্ট সংস্করণ

    মোস্তাকিম রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

    গাইবান্ধার সদর উপজেলায় সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে আরমান মিয়া (৪২) নামের এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে সদর উপজেলার কুপতলা ইউনিয়নের স্কুল বাজার নামক এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত আরমান মিয়া নামের ব্যক্তি সে গাইবান্ধা পৌর শহরের বাসিন্দা। তিনি পেশায় একজন পরিছন্নতাকর্মী (সুইপার) হিসেবে কাজ করতেন।

    স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আরমান মিয়া নামের ব্যক্তি সে লোকের বাসা- বাড়িতে পরিস্কার – পরিছন্নতার কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিল। এরি ধারাবাহিকতার একপর্যায়ে প্রতিদিনের ন্যায় সদর উপজেলার কুপতলা ইউনিয়নের স্কুল বাজার সংলগ্ন এলাকার জনৈক জোহা মিয়া নামের এক ব্যক্তির বাড়ির টয়লেট ওইসময় পরিস্কার করছিলেন।
    এরি মধ্যে হঠাৎ তিনি টয়লেট পরিষ্কার করতে গিয়ে ছিটকে সেপটিক ট্যাংকে পড়ে যান।

    এরপরে স্থানীয়রা এখবর পেয়ে দ্রুত ছুটে এসে অনেক চেষ্টা করিয়ে তাতেও তাকে উদ্ধারে তারা ব্যর্থ হয়। এঘটনায় গাইবান্ধা সদর থানা পুলিশে ও ফায়ার সার্ভিসে খরব দিলে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আরমানের মরদেহ সেপটিক ট্যাংকের ভিতর থেকে উদ্ধার করে।

    এবিষয়টি নিশ্চিত করেছে, গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, সেপটিক ট্যাংকের ভিতর থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় আরমান নামের এক পরিচ্ছন্নতাকর্মীর মরদেহ উদ্ধার করা হয়।

    আরও খবর

    Sponsered content