• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    সু-পরিচিত বেতার শ্রোতা শাহাদাত মেম্বারের আজ শুভ জন্মদিন

      প্রতিনিধি ৫ জুলাই ২০২৩ , ১০:৪২:০৮ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-

    সু-পরিচিত বেতার শ্রোতা, ভাকুর্তা, সাভার, ঢাকার শাহাদাত মেম্বার যিনি প্রতিষ্ঠাতা সভাপতি চড়ুইভাতি বেতার শ্রোতা ক্লাব আজ তার শুভ জন্মদিন। তার সাথে আলাপচারিতা অকপটে বললেন এই বেতার শ্রোতা।আজকের এই দিনেই আল্লাহর অশেষ মেহেরবানীতে ১৯৭৭ সালে পৃথিবীতে আমার আগমন। শুকরিয়া এবং কৃতজ্ঞতা আমার জন্মধারিণী মা ও বাবার কাছে।ছোটকাল থেকে এ পর্যন্ত নিজের ভাগ্য নিয়ে খুব গর্ববোধ করি। ছোটখাটো ২/৪ টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শতকরা ৯৫% কাজে আমি সাকসেসফুল। ছোটবেলা ছাত্র হিসেবে তেমন ভাল না হলে ও একদম খারাপ ও ছিলাম না।প্রাইমারী ও হাইস্কুলে রোল ৬/৭ সব সময় ছিল। এস.এস.সিতে বিজ্ঞান বিভাগে ২য় স্থানে উত্তীর্ণ হই।

    প্রলয়ংকারী এক ঘূর্ণিঝড়ে এইচ.এস.সিতে অকৃতকার্য হই। তার পরই বিদেশ পাড়ি দেই। নিজস্ব তেমন কুটিল বুদ্ধি না থাকলে ও টাকা দিয়ে বুদ্ধি কিনে অঢেল টাকা রোজগার করি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস টাকার থলির নিচে ছেঁড়া থাকায় প্রবাসী জীবনের শেষের দিকে টাকার ভাটায় পড়ে যাই।সব প্রতিকুলতা পাড় হয়ে বর্তমানে খুব ভাল আছি।

    দুই কন্যা সন্তানের জনক আমি। স্ত্রী ও মেয়েদেরকে নিয়ে খুব ভাল দিন কাটছে। সারা বাংলাদেশের ৬০ জন বেতার শ্রোতা নিয়ে একটি বেতার শ্রোতা বন্ধন নামে একটি সংগঠন করেছি। “চড়ুইভাতি বেতার শ্রোতা ক্লাব” এ সংগঠনের অনেকের সাথে এখনো সাক্ষাৎ হয়নি। অচেনা, অজানা একজন লোক হয়ে ও প্রতি মাসে ৬০ জন লোক ৬০ হাজার টাকা আমার একাউন্টে পাঠায়। বর্তমানে প্রায় ২০ লক্ষ টাকার উপরে ক্যাশ আছে।

    আমি নিজেকে খুব গর্বিত বোধ করি এই জন্য। বাংলাদের বিভিন্ন জেলা থেকে শ্রোতারা আমার একাউন্টে অন্ধ বিশ্বাসে টাকা পাঠাচ্ছে। কৃতজ্ঞতা সকল শ্রোতা বন্ধুদের নিকট জন্ম দিন উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বেতার শ্রোতা, শাহাদাত মেম্বার।

    আরও খবর

    Sponsered content