• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    খাগড়াছড়ির গুইমারা উপজেলার ৭টি শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র বিতরণ

      প্রতিনিধি ৬ জুলাই ২০২৩ , ১২:১১:৫০ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-

    পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র বিতরণ করা হয়েছে। ৬ জুলাই-২০২৩ বৃহস্পতিবার সকালে গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামের সামনে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জাইকার) অর্থায়নে গুইমারা উপজেলা পরিষদের বাস্তবায়নে উপজেলার ২৬ টি বিদ্যালয়ে আসবাবপত্র (বেঞ্চ) সরবরাহের অংশ হিসেবে ৭ টি বিদ্যালয়ে ১৭৬ জোড়া বেঞ্চ প্রতিষ্ঠান প্রধানদের হাতে তুলে দেন বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা। বিদ্যালয়ের জন্য আসবাবপত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জাইকার গুইমারা উপজেলা কো-অডিনেটর রুনি চাকমা, উপজেলা শিক্ষা অফিসার, কৃষ্ণ লাল দেব নাথ, গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বাবলু হোসেন, গুইমারা উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুল আলীসহ সাংবাদিকবৃন্দ।বিতরণকালে প্রধান অতিথি বলেন বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার উন্নয়নে উন্নয়ন সহযোগিদের অর্থায়নে ব্যাপক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। গুইমারা উপজেলায় শিক্ষা বিস্তারে তিনি সর্বাত্মক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য থাকে যে, বর্তমানে গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর উপজেলা পরিষদের ভবন নির্মানসহ বেশ কিছু বড় বড় প্রকল্প দ্রুত বাস্তবায়ন করেছেন।

    আরও খবর

    Sponsered content