• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খেলাধুলা

    ভান্ডারিয়ায় অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

      প্রতিনিধি ১১ জুন ২০২৩ , ২:০০:১২ প্রিন্ট সংস্করণ

    মো আছিফ মল্লিক, জেলা প্রতিনিধিঃ

    পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ-১৭ খেলা উদ্বোধন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় ভান্ডারিয়া উপজেলা প্রশাসন এই টুর্নামেন্টের আয়োজন করে। শনিবার ১০জুন বিকাল ৪টায় উপজেলার বিহারী লালমিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীতের মাধ্যেমে জাতীয় পতাকা উত্তলোন শেষে রঙিন বেলুন ও পায়রা উড়িয়ে প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

    উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় ভান্ডারিয়া পৌরসভা দল ১-০ গোলে ইকড়ি ইউনিয়ন পরিষদ দলকে হারিয়ে জয়লাভ করেছে। দলের পক্ষে জয়সূচক গোলটি করেন আলী হোসাইন। দ্বিতীয় খেলায় ধাওয়া ইউনিয়ন পরিষদ দল ১-০ গোলে তেলিখালী ইউনিয়ন পরিষদ দলকে হারিয়ে জয়লাভ করেছে। দলের পক্ষে একমাত্র গোলটি করেন সাব্বির তালুকদার।

    উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাতিহ্য সংস্কৃতি সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণের মাধ্যমে নতুন দিনের শপথ নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশে গড়ে তুলতে আহবান জানান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রাণী ধর। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মিরাজুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) রোমানা আফরোজ, ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আশিকুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।

     

    আরও খবর

    Sponsered content