• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    গোবিন্দগঞ্জে ইপিজেড দ্রুত বাস্তবায়নের দাবিতে পথসভা ও লিফলেট বিতরণ

      প্রতিনিধি ১০ জুলাই ২০২৩ , ১২:১৬:৫৯ প্রিন্ট সংস্করণ

    মোস্তাকিম রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ঘোষিত গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেড দ্রত বাস্তবায়নের দাবীতে পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুলাই) সকাল ১১টার দিকে আমরা গোবিন্দগঞ্জে উন্নয়ন চাই’ এর আয়োজনে প্রচারণা অভিযান, পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।

    এসময় গোবিন্দগঞ্জ উপজেলা শহরের চারমাথা এলাকায় ঘন্টাব্যাপী পথসভা ও মহাসড়কের দুইধারে পথচারীদের মাঝে পরিবহনের যাত্রীদের মাঝে, বাজারের বিভিন্ন গলিপথে ঢুকে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

    পরে উপজেলার চারমাথা মোড়ে পথসভায় বক্তব্য রাখেন, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু মোহন রায় জিবু, গোবিন্দগঞ্জ রিপোর্টারস ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাসদ উপজেলা সভাপতি রফিকুল ইসলাম ও গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি ও এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি মাহমুদ খানসহ অনেকে উপস্থিত ছিলেন প্রমূখ।

    বক্তারা বলেন, গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেড বাস্তবায়ন হলে প্রায় ২থেকে ৫ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। ইপিজেড কেন্দ্রিক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠবে। এলাকার নিরাপত্তার জন্য শিল্প পুলিশ জোন ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপিত হবে। বানিজ্যিক ক্ষেত্রে হাট—বাজার, পার্ক, বিনোদন কেন্দ্র, সিনেমা হল, ক্লিনিক, রেস্টুরেন্ট ও শপিংমল স্থাপন হবে। আবাসিক ক্ষেত্রে ইপিজেডের কর্মরত মানুষের জন্য বহুতল ভবন, মেস, বাসাবাড়ী, রেস্টহাউজ ও আবাসিক হোটেল নির্মাণ হবে। যোগাযোগ ক্ষেত্রে নতুন রুটে বিভিন্ন যানবাহন চলাচল ও হেলিপ্যাড চালু হবে। গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর ও রংপুর জেলাসহ উত্তরাঞ্চলের বেকাত্বের হার কমে যাবে। দেশে আরও দক্ষ জনবল সৃষ্টি হবে। এই দক্ষ জনবল ভবিষ্যতে দেশবিদেশে কাজ করবে। রংপুর ইপিজেডে বিদেশী বিনিয়োগ হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে। ইপিজেডের পণ্য বিদেশে রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মূদ্রা উপার্জিত হবে। এ এলাকার ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটবে। তাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ঘোষিত গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেড দ্রত বাস্তবায়নের দাবী জানান তারা।

    আরও খবর

    Sponsered content

    বাঙ্গালহালিয়াতে শ্রীমৎ সদানন্দ ব্রহ্মচারী মহারাজের মহা প্রয়ানে বিভিন্ন মহলের শোক

    ময়মনসিংহে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী শিক্ষার্থীদেরকে পড়ানোর লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইউএনও মোহাম্মদ শফিকুল ইসলাম

    ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হক মন্ডলের কারাদন্ড এবং কারণ দর্শানো নোটিশ প্রদান

    জয়মনির হাট ক্লাবে যুবক কে মারধর করে দাড়ি টেনে তোলার অভিযোগ; স্থানীয় জনতার রাস্তা অবরোধ

    বাগমারা’য় বিএনপির অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে পুলিশ কমিশনার, আরএমপি’র শ্রদ্ধা নিবেদন