• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    নৌকায় ভরসা ইসলামাবাদের চরপাড়া-হিন্দুপাড়াবাসীর: কবে হবে স্থায়ী ব্রীজ ?

      প্রতিনিধি ১০ জুলাই ২০২৩ , ৩:৪৩:৪১ প্রিন্ট সংস্করণ

    এম আবু হেনা সাগর, ঈদগাঁও (কক্সবাজার)

    ঈদগাঁও উপজেলার ইসলামাবাদের চরপাড়া-হিন্দুপাড়া ও টেকপাড়া বাসীর একমাত্র ভরসা হলো ডিঙ্গি নৌকা। দীর্ঘবছরেও স্থায়ীভাবেই ব্রীজ নির্মান না হওয়ায় চলাচলে চরম দুর্ভোগে পড়েন নারী পুরুষরা। যার ফলে, দাবীর পরিপ্রেক্ষিতেও এলাকাবাসীর ভাগ্য জুটেনি ব্রীজ। কবে হবে ব্রীজ এমন প্রশ্নে ঘুরপাক খাচ্ছে যাতায়াতকারীদের মাঝে।স্থানীয়রা জানান,দীর্ঘসময় ধরে এলাকার নর-নারী,শিক্ষার্থী,ব্যবসায়ী চাকরীজিবীসহ নানা শ্রেনী পেশার লোকজন ঈদগাঁও বাজারে প্রতি নিয়ত আসা যাওয়া করে থাকে নৌকা পারাপার হয়ে। বিগত বন্যায় লম্বা কাঠের তৈরী ভেঙ্গে গেলে এপার ওপার যাতায়াতে নৌকার মাধ্যম ছাড়া আর কোন উপায় নেই। উক্ত স্থানে ব্রীজ নির্মানের দাবী কিন্ত দীর্ঘদিনের। যার দরুন তিন গ্রামবাসী চলাফেরায় নিদারুন কষ্ট পাচ্ছেন বহুদিন। এতো কষ্ট সহজে মেনে নেয়া যায়না। এই স্থান পরিদর্শনকালে নর-নারীরা প্রয়োজনীয় কাজেকর্মে নৌকা পারাপার হয়ে বাজারমুখী হতে দেখা যায়। ভয়-আতংক থাকলেও করার কিছু নেই।

    পথচারীরা জানান, দশ হাজার লোকজন প্রতিনিয়ন আসা যাওয়া করে থাকেন ঈদগাঁও নদীর উপর দিয়ে। বর্তমানে নৌকায় ভর করে লোকজন নানান কাজকর্মে চলাফেরা করে যাচ্ছেন। অসুস্থ রোগী হলেও নৌকা পার করে চিকিৎসালয়ে আসতে হয়। স্থায়ী একটি ব্রীজের অভাবে প্রায় দেড় কিলোমিটার পথ অতিক্রম করে বাজারে আসতে হয়। এছাড়া ডেলিভারীসহ অপরাপর রোগীদের চলাফেরার ক্ষেত্রে চরমভাবে বিপাকে পড়েন এলাকাবাসী।

    নৌকা চালক জানান,দীর্ঘকাল ধরে এ স্থানে নৌকায় করে ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সাধারন লোকজনকে পারাপার করে যাচ্ছি। যা পয়সা পায় তা দিয়ে কোন রকম পরিবার পরিজনের ভরনপোষন করছি।

    ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় মেম্বার সাইফুল ইসলাম জানান, স্বাধীনতার পর থেকে আজ অবধি পর্যন্ত স্থায়ী ব্রীজ বাস্তবায়ন না হওয়ায় ইসলামাবাদের চরপাড়া-হিন্দুপাড়া বাসীর যাতায়াত ব্যবস্থা বর্তমানে নৌকা নির্ভর। এলাকার লোকজন সীমাহীন কষ্টের মাধ্যমে যাতায়াত করে যাচ্ছে। প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি একটি ব্রীজের।

    ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ছিদ্দিক জানান, ব্রীজ নির্মানের লক্ষে মাটি পরীক্ষার পর আর কোন কিছু হয়নি দীর্ঘ কালেও।

    আরও খবর

    Sponsered content