• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    খাগড়াছড়ির গুইমারায় ৪৮ মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

      প্রতিনিধি ১৩ জুলাই ২০২৩ , ৯:০২:১৬ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-

    খাগড়াছড়ির গুইমারায় মাধ্যমিক পর্যায়ের নবম ও দশম শ্রেণির ৫ টি বিদ্যালয়ের মোট ৪৮ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাব বিতরণ করা হয়েছে। ১২ জুলাই-২০২৩ বুধবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে, উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত নবম ও দশম শ্রেণির ৫ টি বিদ্যালয়ের মোট ৪৮ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে জনশুমারি ও গৃহ গণনা প্রকল্প-২০২১ এর ব্যবহৃত ট্যাব প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিতরণ করা হয়।

    বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগে সাধারণ সম্পাদক, মেমং মারমা এবং উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার, রক্তিম চৌধুরী।

    এ সময় প্রধান অতিথি বলেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশ হয়ে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। স্মার্ট বাংলাদেশ নির্মাণে ৪ টি নির্দিষ্ট ক্ষেত্রকে চিহ্নিত করে অগ্রসর হলে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের কোনো কিছু অবশিষ্ট থাকবে না। এ দিকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব ট্যাব পেয়ে বেজায় খুশি শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকগণ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এ উপহার শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক গঠনে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করেন অতিথিবৃন্দ। মাধ্যমিক পর্যায়ের নবম ও দশম শ্রেণির ১ম, ২য় ও ৩য় রোল নম্বরধারীদের মাঝে এ সব ট্যাব বিতরণ করা হয়েছে। এ সময় উপজেলা পরিসংখ্যান অফিসার, রাকেশ বিশ্বাসের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, গুইমারা মডেল উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক বাবলু হোসেন ও গুইমারা দাখিল মাদ্রাসার সুপার জায়নুল আবদীন প্রমুখ।

    আরও খবর

    Sponsered content