• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    সিলেটে ৫ দুবাই প্রবাসীদের বিরুদ্ধে আরেক দুবাই প্রবাসীর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা 

      প্রতিনিধি ৩ জুন ২০২৩ , ৪:৩৮:২৩ প্রিন্ট সংস্করণ

    নোমান আহমদ গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ-

    দুবাই প্রবাসী প্রতারকদের বিরুদ্ধে সিলেটে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন আরেক দুবাই প্রবাসী মাহবুব আলম। সিলেটের সাইবার ট্রাইব্যুনালে তিনি এ মামলা দায়ের করলে আদালত তদন্তের জন্য গোয়াইনঘাট থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন। মাহবুব আলম দুবাইয়ের বার দুবাইয়ের সাথওয়া এলাকায় বসবাস করেন। তার বাড়ি গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় গ্রামে। আসামিরা হলেন- দুবাইয়ের সাথওয়া এলাকার বাসিন্দা বড়লেখার বর্ণি নোয়াগাওয়ের ফাহিম হোসাইন, ওসমানীনগরের আতাউল্লাহ গ্রামের আনু মিয়া, গোলাপগঞ্জের বাগলা গ্রামের মাহিন তালুকদার, একই উপজেলার বানীগ্রামের শাহরিয়ার ইসলাম আরিফ ও জৈন্তাপুরের মনাইহাটি গ্রামের সানজিদ।

    মামলার বাদিপক্ষের আইনজীবি সন্তুষ কান্তি ভট্টাচার্য জানিয়েছেন- আদালত মামলাটি গ্রহন করে গোয়াইনঘাট থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। গত সোমবার এ মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে মাহবুব আলম জানিয়েছেন- দুবাইয়ের সাথওয়া এলাকায় আসামিদের সঙ্গে তার পরিচয়। প্রধান আসামি ফাহিম হোসাইন মায়ের অসুস্থতার কথা বলে তার কাছ থেকে ৩১৪০ দিরহাম ঋন নেয়।

    পরে ৭০০ দিরহাম ফেরত দিয়েছে। কিন্তু ২৪৪০ দিরহাম ফেরত দেয়নি। টাকা ফেরত দিতে তিনি একাধিকবার চাপ দিলেও সে টাকা দেয়নি। মাহবুব জানান- গত ২৮ শে জানুয়ারি জরুরী প্রয়োজনে তিনি দেশে আসেন। দেশে এসেও টাকার জন্য ফাহিমকে চাপ দিচ্ছিলেন। এই অবস্থায় গত ১৭ই মে ফাহিম তার মোবাইল লিঙ্ক হতে সামাজিক যোগাযোগ মাধ্যম কুৎসা রটায়। মিথ্যা তথ্য দিয়ে ইউরোপ আমেরিকা ভিসা সংক্রান্ত বিষয়ে লক্ষ লক্ষ্য মানুষের কাছ আদায় করেছি বলে দাবি করে।

    প্রধান আসামির দেওয়া এই পোস্ট অন্য আসামিরা তাদের লিঙ্কে পোস্ট করে বলে দাবি করেন মাহবুব আলম। মাহবুব আলম জানিয়েছেন- ২৪৪০ দিরহাম আত্মসাত করতে ফাহিম সহ অন্যরা এই মিথ্যা তথ্য দিয়ে মানহানি করেছে। এই সঙ্গে পোস্ট ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রচার করেছে। এজন্য তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন বলে জানান।

    আরও খবর

    Sponsered content