• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • উদ্ভাবন

    গুইমারায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ফলদ আমের চারা বিতরণ

      প্রতিনিধি ১৩ জুলাই ২০২৩ , ৯:০৫:০৮ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-

    খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ২০২২-২০২৩ অর্থ বছরে পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ির উদ্যোগে বিনামূল্যে ফলদ আম গাছের চারা এবং কলম বিতরণ করা হয়েছে।

    ১২ জুলাই-২০২৩ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে গুইমারা উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় গুইমারা কলেজিয়েট বিদ্যালয় মাঠে চারা বিতরণ অনুষ্ঠিত হয়।

    গুইমারা উপজেলা নির্বাহী অফিসার, রক্তিম চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা।

    গুইমারা উপজেলা কৃষি অফিসার, ওঙ্কার বিশ্বাস, গুইমারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, উপজেলা কৃষি বিভাগের অন্যান্য উপ-সহকারী কৃষি অফিসার, মো. আব্দুর রহিম মজুমদার, মো. মজিবুর রহমান, তুহিন চাকমাসহ সকল কর্মকর্তা ও সুবিধাপ্রাপ্ত কৃষকগণ।

    এ সময় প্রতি জন কৃষককে ২৫ টি করে ২ শত কৃষকের মাঝে ৫ হাজার আম গাছের চারা বিতরণ করা হয়।

    আরও খবর

    Sponsered content